‘অপারেশন ডেভিল হান্ট’ সারা দেশে ২৪ ঘণ্টায় ৭৬৯ জন গ্রেফতার
- নিজস্ব প্রতিবেদক
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৭
ঢাকাসহ সারা দেশে শুরু হওয়া ‘অপারেশন ডেভিল হান্টে’ ২৪ ঘণ্টায় ৭৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাত থেকে গতকাল শনিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশ সদর দফতর জানায়, ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্টে’ ৭৬৯ জন গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্ট মূলে বিভিন্ন অভিযানে গ্রেফতার করা হয়েছে ৫৭২ জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরি এক নালা বন্দুন একটি, কার্তুজ দু’টি, রামদা ৪টি, চাপাতি ২টি, ছুরি ১টি, এলজি ১টি এবং কেচি ১টি।
গত ৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে গাজীপুর নগরের ধীরাশ্রম দাক্ষিণখান এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুরের খবর পেয়ে ঠেকাতে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন। পরে সেখানে বাগি¦তণ্ডার একপর্যায়ে স্থানীয়রা তাদের ওপর হামলা চালায়। ওই ঘটনায় ১৩ জন আহত হয় বলে জানায় গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি)।
গাজীপুরে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় গত ৮ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামের অভিযান শুরুর সিদ্ধান্ত হয়। ওই দিন রাত থেকেই ঢাকা ও গাজীপুরসহ সারা দেশে এক যোগে এই অভিযান শুরুর কথা জানায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা