যুক্তরাষ্ট্রের সশস্ত্রবাহিনী প্রধানকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সিএনএন ও রয়টার্স
- ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:৫৭
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শুক্রবার সশস্ত্রবাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান, বিমানবাহিনীর জেনারেল চার্লস কিউ ব্রাউনকে সরিয়ে দিয়েছেন। শুধু তা-ই নয়, আরো পাঁচজন অ্যাডমিরাল ও জেনারেলকে বরখাস্ত করেছেন তিনি। ট্রুথ সোশ্যালে পোস্ট এক বার্তায় ট্রাম্প বলেছেন, তিনি ব্রাউনের জায়গা ফিরিয়ে আনতে যাচ্ছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল ড্যান ‘রাজিন’ কেইনকে।
এফ-১৬ যুদ্ধবিমানের সাবেক পাইলট কেইন গত বছরের শেষ পর্যন্ত সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিতে সামরিক বিষয়ক সহযোগী পরিচালক ছিলেন। এ দিকে যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিষয়ক কর্মকাণ্ডের কেন্দ্রস্থল পেন্টাগন জানিয়েছে, নৌবাহিনী প্রধান, বিমানবাহিনীর উপপ্রধান এবং সেনা, নৌ ও বিমান বাহনীর অ্যাডভোকেট জেনারেল পদেও রদবদল করতে যাচ্ছেন প্রেসিডেন্ট। এদের মধ্যে নৌবাহিনী প্রধানের দায়িত্ব চালিয়ে আসা অ্যাডমিরাল লিসা ফ্রানচেত্তি দেশটির সশস্ত্রবাহিনীর কোনো বিভাগের প্রথম নারী প্রধান।