সার্ক কার্যকরে বাংলাদেশের আহ্বানে ভারতের অনীহা
- নয়া দিগন্ত ডেস্ক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
মাস্কাটে বৈঠকের সময় বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে সার্ককে কার্যকরে উদ্যোগ নেয়ার কথা বলা হয়। তবে ভারত বিষয়টি নিয়ে আগ্রহী নয়, বরং বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক হিসেবে না দেখে এমন পাল্টা বক্তব্য দিয়েছে।
গতকাল নয়াদিল্লিতে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, দক্ষিণ এশিয়ার সব রাষ্ট্রই অবগত আছে ঠিক কী কারণে বা কোন দেশ সার্ককে বাধাগ্রস্ত করছে।
বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিকীকরণ না করে সে বিষয়ে ভারতের উদ্বেগের কথা জানান এস জয়শঙ্কর। তিনি ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, এটা গুরুত্বপূর্ণ যে, বাংলাদেশ যেন সন্ত্রাসবাদকে স্বাভাবিক না করে তোলে।
সংবাদ সম্মেলনে জয়সওয়াল জানান, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠকে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। এরই মধ্যে এস জয়শঙ্করও বৈঠকের বিষয়ে অবহিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) বলেছেন, বৈঠকে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আলোচনা হয়েছে।