উত্তরায় চীনা ব্যবসায়ীকে হত্যা, জড়িত ৩ জন
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৬
রাজধানীর উত্তরা থেকে ওয়াং বু (৩৭) নামে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুর আড়াইটার দিকে ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর বাসার একটি ফ্লাট থেকে তার লাশ উদ্ধার হয়। পুলিশের ধারণা, চীনের ওয়াং বু নামের ওই চীনা যুবক হত্যার শিকার হয়েছেন। ফ্লাটে থাকা অন্যরা তাকে হত্যার পর পালিয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজে ওই বাসা থেকে ৩ জনকে পালিয়ে যেতে দেখা গেছে। লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, ওয়াং বু নামের ব্যবসায়ী উত্তরা ১৪ নম্বর সেক্টরের ১৬ নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বাস করতেন। তারা এক মাস আগে ওই ফ্ল্যাটে উঠেন।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ বিকেল আড়াইটার দিকে ওই বাড়ির একটি ফ্ল্যাটে যায়। পরে ওই ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, চীনা নাগরিককে হত্যার পর তার সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছে। মৃত্যুর কারণ নির্ণয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইম সিন টিম গিয়ে আলামত সংগ্রহ করেছে।
উত্তরা পশ্চিম থানার ওসি মো: হাফিজুর রহমান বলেন, নিহত চীনা নাগরিক তার সহকর্মীদের নিয়ে এই বাসায় এক মাস আগে ভাড়ায় ওঠেন। তিনি বাংলাদেশে ৯ বছর ধরে পার্টনারে পাথরের ব্যবসা করতেন। লাশ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, নিহত ওয়াং বুর সঙ্গে আরও দুই-তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করে। কিছু সময় পর কয়েকজন বেরিয়ে যান। তবে ওয়াং বুকে বের হতে দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, যারা বের হয়ে গেছেন তারাই ওয়াং বুকে হত্যা করে পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।