বাংলাদেশ ও চীন আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে
সমন্বিত অংশীদারিত্ব বাস্তবায়ন- কূটনৈতিক প্রতিবেদক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৫
সমন্বিত কৌশলগত সহযোগিতা অংশীদারিত্ব বাস্তবায়নে বাংলাদেশ ও চীন আগের যে কোনো সময়ের চেয়ে আরো ঘনিষ্ঠভাবে কাজ করবে।
গতকাল বেইজিংয়ে চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ইউডংয়ের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল ইসলামের সাক্ষাতের সাথে সময় উভয়ে এ ব্যাপারে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। উপমন্ত্রী বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুই দেশের মানুষের মধ্যে সম্পৃক্ততা আরো জোরদার, পর্যটন, শিক্ষা, একাডেমিয়া, থিঙ্কট্যাঙ্ক পর্যায়ে আরো সফর বিনিময় এবং স্থানীয় সরকার খাতে প্রকল্প নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। উভয়েই জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক ফোরামে এক সাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সাক্ষাতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র বের করার ওপর গুরুত্বারোপ করা হয়। উভয়ের পারস্পরিক সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা, একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। তারা একমত হন, উচ্চ পর্যায়ের সফর বিনিময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো বিস্তৃত ও শক্তিশালী করবে।
রাষ্ট্রদূত নাজমূল ইসলাম বাংলাদেশে বিনিয়োগ সুবিধা খতিয়ে দেখা এবং আগামী ৭ থেকে ১০ এপ্রিল ঢাকায় অনুষ্ঠেয় বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটে যোগ দেয়ার জন্য চীনের ব্যবসায়ী ও শিল্পপতিদের উৎসাহিত করেন।
দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০ বছর পূর্তি উপলক্ষে হাতে নেয়া কর্মসূচিগুলো সম্পর্কে উভয়ে আলোচনা করেন।