কুয়েটের হামলায় ছাত্রলীগ-যুবলীগও জড়িত : শিবির
- নয়া দিগন্ত ডেস্ক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০১:১৪
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (কুয়েট) কোথাও ছাত্ররাজনীতি বন্ধ হলে তার জন্য ছাত্রদল দায়ী থাকবে বলে দাবি করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি গতকাল বৃহস্পতিবার খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় ওই দাবি করেন।
এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম বলেন, আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি, ওই হামলার সাথে ছাত্রলীগ ও যুবলীগও সম্পৃক্ত হয়েছিল।
এটি মতবিনিময় সভা নাম দেয়া হলেও ছিল মূলত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্ন ও উত্তরের মধ্যে সীমাবদ্ধ। ওই সভায় ঘুরেফিরে কুয়েট পরিস্থিতি ও গত বুধবার ছাত্রদলের সংবাদ সম্মেলনে উত্থাপিত বিভিন্ন প্রশ্ন উঠে আসে। এসব প্রশ্নের জবাব দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি।
কুয়েট ক্যাম্পাস অস্থিতিশীল করার পেছনে দায়ী কে, প্রশ্ন করা হলে কৌশলে উত্তর দেন জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘ছাত্রদল দুই-তিন দিন আগ থেকে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছে। এ ঘটনা থেকেই সূত্রপাত হয়েছে। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তারপর বাইরে থেকে বহিরাগত সন্ত্রাসী নিয়ে এসে হামলা চালিয়েছে। এর জন্য দায়ী স্পষ্ট হয়েছে।
তিনি বলেন, কুয়েট ক্যাম্পাসে অনাকাক্সিক্ষত ঘটনার জন্য ছাত্রশিবিরের কোনো দায় নেই। কুয়েটসহ বিভিন্ন ক্যাম্পাসে ছাত্ররাজনীতি বন্ধ হলে এর জন্য ছাত্রদল দায়ী থাকবে।