এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন
- নিজস্ব প্রতিবেদক
- ২০ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৩
২০২৫ সালের এসএসসি পরীক্ষার রুটিনে পরিবর্তন আনা হয়েছে। আগামী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা পরিবর্তন করে ১৩ মে অনুষ্ঠিত হবে। এ ছাড়া ব্যবহারিক কিছু পরীক্ষার তারিখেও পরিবর্তন আনা হয়েছে। উল্লেখ্য, আগামী ১০ এপ্রিল থেকে ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে। সূচি অনুযায়ী ১৩ এপ্রিল বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ওইদিন বৈসাবি উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির পরিপ্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে।
গতকাল বুধবার আন্তঃশিক্ষা বোর্ড এসএসসির সংশোধিত সময়সূচি প্রকাশ করে। সংশোধিত সময়সূচি অনুযায়ী, আগামী ১৫ মে থেকে ২২ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর আগে ১২ ডিসেম্বর প্রকাশিত পরীক্ষার সূচিতে ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত সব ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।