মুক্তিপণ আদায় করে ফেলে দেয়া হতো সমুদ্রে
- নিজস্ব প্রতিবেদক
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৫
সমুদ্র পথে অবৈধভাবে ইতালিতে পাচারকালে বাংলাদেশীদের মৃত্যুর ঘটনায় করা দুই হত্যা মামলায় পাচারকারী চক্রের দুইজনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব ৩ ও ১০ এর যৌথ অভিযানে গত মঙ্গলবার রাতে রাজধানীর ভাটারা ও দোহার উপজেলায় অভিযান চালিয়ে লিপন মাতুব্বর এবং আনোয়ার ওরফে আনো মাতাব্বর নামে ওই দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া দুইজনের বিরুদ্ধে ইতালি পাঠানোর কথা বলে দুইজনকে হত্যা করে লাশ সমুদ্রে ফেলে দেয়ার অভিযোগে পৃথক দু’টি হত্যা মামলা করা হয়েছে।
র্যাবের ভাষ্য- গ্রেফতার লিপন মাতাব্বার উচ্চ বেতনে ইতালিতে চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে লোক পাঠায়। এসব লোকজনের পরে পাচারকারীদের হাতে তুলে দেয়। পাচারকারীরা নির্মম নির্যাতনের পর তাদের জিম্মি করে দেশে থাকা পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ আদায় করে। সমুদ্রপথে ইতালি যাওয়ার সময় মারা যাওয়া যে দুই বাংলাদেশীর পরিচয় মিলেছে তাদের গ্রেফতারকৃতরাই ইতালিতে প্রলোভন দিয়ে লিবিয়ায় থাকা পাচারকারী চক্রের হাতে তুলে দিয়েছে। পরে ওই বাংলাদেশীকে জিম্মি করে দেশে থাকা স্বজনদের কাছ থেকে মুক্তিপণ হিসেবে ৩০ লাখ টাকার বেশি আদায় করেছে। পরে তাদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রেফতারকৃতরা আত্মগোপনে চলে যায়।
র্যাব জানায়, ফরিদপুরের ভাঙ্গা ও মাদারীপুরের রাজৈরের বাসিন্দা কয়েকজন ব্যক্তি ইতালিতে যাওয়ার জন্য সমুদ্র পথে রওনা হয়। কিছুদিন পর সমুদ্রে লাশ ভেসে থাকার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ছবিতে ভেসে থাকা ব্যক্তিরা বাংলাদেশী বলেও প্রচার হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট আদম ব্যবসায়ীদের বাড়িতে গিয়ে তাদের স্বজনদের বিষয়ে জানতে চাইলে আদম ব্যবসায়ীরা তাদের বিভ্রান্তিকর তথ্য দিয়ে আত্মগোপনে চলে যায়।
এ ঘটনায় মিন্টু হাওলাদার বাদি হয়ে ফরিদপুরের ভাঙ্গা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা করেন। এ ছাড়া আরেক ভুক্তভোগী মা নাজমিন বেগম বাদি হয়ে মাদারীপুরের রাজৈর থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে আরেকটি মামলা করেন। দুই হত্যা মামলায় ছায়া তদন্ত শুরু করে র্যাব। গত মঙ্গলবার রাতে র্যাব গোয়েন্দা শাখা, র্যাব-৩ ও র্যাব-১০ এর যৌথ অভিযানে রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে লিপন মাতুব্বর এবং ঢাকার দোহারে অভিযান পরিচালনা করে ফরিদপুরের ভাঙ্গা থানার মানবপাচার মামলার এজাহারনামীয় প্রধান আসামি আনোয়ার ওরফে আনো মাতুব্বরকে গ্রেফতার করা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা