রিপোর্টে নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গই উঠে এসেছে
- ক্রীড়া প্রতিবেদক
- ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৬
গতকাল সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল বাফুফের বিশেষ কমিটির সভা। তা নির্দিষ্ট সময়ে শুরু হয়নি। ৭টার পরে শুরু হয়ে রাত ৯টার দিকে শেষ। এরপর সাড়ে ৯টায় নারী ফুটবলারদের বিদ্রোহ নিয়ে চূড়ান্ত রিপোর্ট জমা দেয়া হয় বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে। লম্বা বিদেশ সফর শেষে তিনি দেশে ফিরলেও গতকাল বাফুফে ভবনে আসেননি সভাপতি। ফলে তার অফিসে ১০ পৃষ্ঠার মতো রিপোর্ট জমা দিয়েছে সাত সদস্যের কমিটি। এই নিয়ে কমিটির প্রধান বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান মিডিয়াকে জানান, আমরা নারী ফুটবলারদের শৃঙ্খলা ভঙ্গের ওপর জোর দিয়েছি। তারা শৃঙ্খলা ভঙ্গ করেছে। আমরা রিপোর্ট বাফুফে সভাপতি বরাবর দিয়েছি। এখন তিনি ইচ্ছে করলে নিজে একাই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। অথবা বাফুফের সভা ডেকে সিদ্ধান্ত নিতে পারেন। বিষয়টি তার একক বিষয়।
গতকালই এই নারী ফুটবল দল একুশে পদক পায়। রিপোর্ট প্রদানে এর কোনো প্রভাবই পড়েনি বলে জানান ইমরুল। সে সাথে এই অর্জনের জন্য নারী দলকে অভিনন্দনও দেন তিনি। জানান, শৃঙ্খলা ভঙ্গের কাছে সাফল্য বা ব্যর্থতার কোনো সম্পর্ক নেই। ফুটবলাররা শৃঙ্খলা ভঙ্গ করেছে এটাই বিষয়।
এ দিকে কমিটির এক সদস্য জানান, আমরা কোনো শাস্তি বা কোনো ফুটবলারকে নিষিদ্ধ করার সুপারিশ করিনি। আমরা স্রেফ উল্লেখ করেছি, ফুটবলাররা শৃঙ্খলা ভঙ্গ করেছে। এই বিষয়ে বাফুফে যেন ব্যবস্থা নেয়। সেই সাথে কোচকে বাংলাদেশী সংস্কৃতিকে সম্মান করতে বলা হয়েছে। মহিলা ফুটবল কমিটিকেও আরো পেশাদারিত্ব হতে বলা হয়েছে। যদিও নারী উইংয়ের বিপক্ষে কেউ কোনো অভিযোগ করেনি। এখন চূড়ান্ত সিদ্ধান্ত বাফুফে সভাপতিই নেবেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা