০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ মাঘ ১৪৩১, ৭ শাবান ১৪৪৬
`
চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ড

রাষ্ট্রদ্রোহ মামলার কথক দাশ দুই দিনের রিমান্ডে

-

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানায় জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় অনুসারী কথক দাশের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহারিয়ারের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানিয়েছে, কথক দাশ (৪০) গত ৫ ফেব্রুয়ারি ঢাকার হজরত শাহজালাল (রহ:) আন্তজার্তিক বিমানবন্দর দিয়ে যুক্তরাজ্য যাওয়ার চেষ্টাকালে ইমিগ্রেশন পুলিশ ডা: কথক দাশকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে। রাতে বিমানবন্দর থানা থেকে কথক দাশকে কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করে। আদালত সূত্র জানিয়েছে, মামলার তদন্তকারী কর্মকর্তা আসামি ডা: কথক দাশকে জিজ্ঞাসাবাদ করতে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামির উপস্থিতি শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
২০২৪ সালের ৩১ অক্টোবর নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদি হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা করেন। পরে ফিরোজ খানকে বিএনপি থেকে অব্যাহতি দেয়া হয়। এ মামলায় চিন্ময় কৃষ্ণসহ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৫ নভেম্বর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করায় চিন্ময় অনুসারীরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে খুন করে এবং আদালত প্রাঙ্গণে তাণ্ডব চালায়।


আরো সংবাদ



premium cement