এম এ আজিজ স্টেডিয়ামের চুক্তি বাতিল না করলে আন্দোলন
- চট্টগ্রাম ব্যুরো
- ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, এম এ আজিজ স্টেডিয়ামকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে ২৫ বছরের জন্য লিজ দেয়ার সিদ্ধান্তে চট্টগ্রামের সব ক্লাব ও ক্রীড়ামোদীরা হতবাক হয়েছে। স্থনীয় ক্রীড়া সংগঠকদের সাথে আলোচনা না করে ঐতিহ্যবাহী এই স্টেডিয়ামকে বরাদ্দ দেয়া চট্টগ্রামবাসী কোনোদিন মেনে নেবে না। অবিলম্বে এই চুক্তি বাতিল করতে হবে। এম এ আজিজ স্টেডিয়ামের চুক্তি বাতিল না করলে চট্টগ্রামবাসীকে নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। পাশাপাশি খেলাধুলার সাথে জড়িত নয় এমন ব্যক্তিদের নিয়ে সিজেকেএসের যে এডহক কমিটি করা হয়েছে তা বাতিল করতে হবে।
তিনি গতকাল দুপুরে নগরীর কাজীর দেউরী এম এ আজিজ স্টেডিয়ামের সামনে চট্টগ্রাম স্টেডিয়াম রক্ষা কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে এসব কথা বলেন। এম এ আজিজ স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাফুফেকে লিজ দেয়া ও সিজেকেএসের এডহক কমিটি বাতিলের দাবিতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে চট্টগ্রামের বিপুলসংখ্যক ক্রীড়া সংগঠক, সাবেক খেলোয়াড়, ক্রীড়া কর্মকর্তা, কোচসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
ক্রীড়া সংগঠক ও সাবেক কাউন্সিলর মাহবুব আলমের সভাপতিত্বে ও মো: কামরুল ইসলামের পরিচালনায় এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সাবেক ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মো: খান, ক্রীড়া সংগঠক মশিউল আলম স্বপন, সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক সাংবাদিক জাহিদুল করিম কচি, এম এইচ স্পোর্টিং ক্লাবের সভাপতি অ্যাডভোকেট শাহীন আফতাবুর রেজা চৌধুরী, সাবেক ফুটবলার হাফিজুর রহমান, ফ্রেন্ডস ক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আবুল বশর, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো: আলমগীর, মোহামেডান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন শামীম, বাকলিয়া একাদশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, শতদল ক্লাবের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মো: জাহাঙ্গীর, নওজোয়ান ক্লাবের সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, নবীন মেলার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সাবেক জাতীয় ক্রিকেটার শহীদুর রহমান, হকি কোচ মহসিন চৌধুরী, পেশাজীবী নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, ক্রীড়া সংগঠক ইদ্রিস আলী প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা