০৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০ মাঘ ১৪৩১, ৩ শাবান ১৪৪৬
`

আফ্রিকা সফরে গেছেন পররাষ্ট্র সচিব

-

পররাষ্ট্র সচিব জসীম উদ্দিন দ্বিপক্ষীয় ইস্যুতে আলোচনার জন্য উত্তর আফ্রিকার দেশ মিসর ও আলজেরিয়া গেছেন।
আগামী মঙ্গলবার বাংলাদেশ ও আলজেরিয়া এবং বৃহস্পতিবার বাংলাদেশ ও মিসরের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি। বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি এবং ইনস্টিটিউট অব ডিপ্লোমেসি অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস, আলজেরিয়ার মধ্যে সহযোগিতা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য চূড়ান্ত পর্যায়ে রয়েছে, আসন্ন সফরে এটি স্বাক্ষরিত হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, আফ্রিকার দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম অর্থনীতির দু’টি দেশ মিসর ও আলজেরিয়ার সাথে বাংলাদেশের রফতানি বাজার সম্প্রসারণ ও রফতানি পণ্যের বৈচিত্র আনার ভালো সম্ভাবনা আছে। আলজেরিয়ার সাথে জ্বালানি খাতে সহযোগিতার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে এবং দুই দেশের মধ্যে জ্বালানিবিষয়ক একটি সমঝোতা স্মারক আলোচনায় রয়েছে। তিনি বলেন, আলজেরিয়ার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশের এফবিসিসিআই ও মিসরের ফেডারেশন অব চেম্বার অফ কমার্সের সাথে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দু’টি সমঝোতা স্মারক চূড়ান্ত করা হয়েছে। ব্যবসায়ী প্রতিনিধিদের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সার্বিক বাণিজ্য উন্নয়নে এটি ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২২ সালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে এবং ২০১৮ সালে ঢাকায় বাংলাদেশ ও মিসরের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় আলোচনা অনুষ্ঠিত হয়েছিল।


আরো সংবাদ



premium cement
কাউখালীতে শ্রমজীবী মানুষের মাঝে কম্বল বিতরণ গাজীপুরে সপ্তম তলার দেয়াল ধসে টিনশেড ঘর বিধ্বস্ত : মা-মেয়ে হতাহত রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত সাংবাদিক মাজহারের পিতা শিক্ষাবিদ আব্দুস ছাত্তার সরকারের ১২তম মৃত্যুবার্ষিকী আজ সমন্বয়ক হাসনাতের আশ্বাসে গভীর রাতে যমুনা থেকে সরলেন আন্দোলনে আহতরা বাজেট ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তন ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করে আরব কূটনীতিকদের যৌথ বিবৃতি আখেরি মুনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা মাউশি ও নায়েমের ডিজি নিয়োগ নিয়ে তুলকালাম সংস্কার আলাপ দীর্ঘায়িত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ পাবে : তারেক রহমান ১৯ আজিমপুর বাড়িটি ভাষা আন্দোলনের সূতিকাগার

সকল