নাঙ্গলকোটে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি নিহত
- নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
- ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:১৬
কুমিল্লার নাঙ্গলকোটে পাশাপাশি এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র দুই গ্রুপের সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে হেসাখাল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল সভাপতি সেলিম ভূঁইয়া (৪৫) নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার বাঙ্গড্ডা পশ্চিম বাজারে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এ সময় উভয় গ্রুপের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছে বলে জানা গেছে। নিহত সেলিম ভূঁইয়া উপজেলার হেসাখাল খিলপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে, তিনি বিএনপি সমর্থিত সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারী। এদিকে, সেলিম ভূঁইয়া হত্যার বিচারের দাবিতে নাঙ্গলকোট উপজেলা সদরে গতকাল সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করে আব্দুল গফুর ভূঁইয়া গ্রুপ। বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা সেলিম ভূঁইয়ার হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, গতকাল বিকালে উপজেলার বাঙ্গড্ডা বাদশাহ মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে বাঙ্গড্ডা ইউনিয়ন যুবদলের উদ্যোগে কর্মিসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। অপর দিকে একই সময় পার্শ্ববর্তী পেরিয়া ইউনিয়নের কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার অনুসারীরা সমাবেশ আয়োজন করে। পাশাপাশি এলাকায় সমাবেশকে কেন্দ্র করে বাঙ্গড্ডা বাজারে উভয় গ্রুপ মুখোমুখি হলে সংঘর্ষ বেধে যায়। এ সময় গুরুতর আহত সেলিম ভূঁইয়াকে স্থানীয়রা উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাবেক সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়া বলেন, কাকৈরতলা উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশে যাওয়ার পথে বাঙ্গড্ডা পশ্চিম বাজার এলাকায় মোবাশ্বেরের কর্মী সমর্থকদের হামলায় সেলিম নিহত হয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা