০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১, ৫ শাবান ১৪৪৬
`
বিওয়াইএলসি জরিপ

অন্তর্বর্তী সরকারকে ক্ষমতায় চায় বেশির ভাগ তরুণ

-


অন্তর্বর্তী সরকারের অন্তত ১-৩ বছরের মতো দায়িত্বে থাকা উচিত বলে মনে করে দেশের অধিকাংশ তরুণ। ক্যাম্পাসে ছাত্র রাজনীতি, শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায় বলেও মনে করেন তারা। তবে পণ্যের দাম বৃদ্ধির প্রভাব তাদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলছে।
গতকাল রাজধানীর মহাখালীতে অবস্থিত বিওয়াইএলসির প্রধান কার্যালয়ে সম্প্রতি ‘ইয়ুথ ম্যাটার্স সার্ভে’ শীর্ষক জরিপের ফলাফল উপস্থাপনে এসব তথ্য জানানো হয়। বিওয়াইএলসির মনিটরিং অ্যান্ড ইভাল্যুয়েশন বিভাগ ও রিসার্চ ম্যানেজার আবুল খায়ের সজীব জরিপের ফলাফল তুলে ধরেন। বাংলাদেশে যুব সমাজের অবস্থান, ভাবনা ও প্রত্যাশা জানার জন্য সরাসরি ও অনলাইন জরিপের মাধ্যমে এ জরিপ পরিচালনা করে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)। এতে সরাসরি ৪১ দশমিক ৪০ শতাংশ ও অনলাইনে অংশ নেয়া ৫০ দশমিক ৯০ শতাংশ তরুণ অন্তর্বর্তী সরকারের অন্তত ১-৩ বছরের মতো দায়িত্বে থাকা উচিত বলে জানিয়েছেন।
জরিপে সরাসরি ও অনলাইনে অংশ নেয়া তরুণরা শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং দেশান্তর নিয়ে নিজেদের মতামত দেন। গবেষণা কাজটি পরিচালনা করেন বিওয়াইএলসির আবুল খায়ের সজীব, আরাফাত ইসলাম, ফজিলাতুন নেসা, জেসিয়া মারগারেট গোমেজ।

জারিপে সারা দেশ থেকে মোট ১ হাজার ৫৭৫ জন সরাসরি ও অনলাইনে ১ হাজার ৬৬৩ জন তরুণ অংশ নেন। বিওয়াইএলসি প্রতি পাঁচ বছর অন্তর বিশেষত জাতীয় নির্বাচনের আগে এই জরিপ পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় গত বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জরিপের ফলাফল প্রকাশ করেছিল তারা। বিগত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের ফলশ্রুতিতে যে পরিবর্তিত পরিস্থিতির তৈরি হয়েছে তাতে তরুণরা আগামীর বাংলাদেশ গঠনে কোন কোন বিষয়ে অগ্রাধিকার দিচ্ছে তা তুলে ধরাই ছিল এই বছরের জরিপের মূল উদ্দেশ্য।
দেশজুড়ে অক্টোবর ও নভেম্বর মাসে এই জরিপ চালানো হয়। এতে তরুণদের শিক্ষা, স্বাস্থ্য, জীবিকা, জলবায়ু পরিবর্তন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সুশাসন, তথ্য ও দৃষ্টিভঙ্গি এবং দেশান্তর বিষয়ে তাদের মতামত জানতে চাওয়া হয়। জরিপে অংশ নিয়ে বিগত সরকারের আমলের চেয়ে বর্তমানে পাবলিক প্ল্যাটফর্মে তরুণরা নিজেদের মতামত প্রকাশে স্বাচ্ছন্দ্যবোধ করেছেন বলে সরাসরি ৭৩ দশমিক ৬০ শতাংশ এবং অনলাইন ৮১ দশমিক ৫০ শতাংশ তরুণ জানিয়েছেন।
জরিপের ফলাফলে তরুণদের আকাক্সক্ষা ও উদ্বেগ উভয়ই উঠে এসেছে উল্লেখ করে আবুল খায়ের সজীব বলেন, প্রাপ্ত তথ্যানুযায়ী, সরাসরি ও অনলাইনে যথাক্রমে ৪১ দশমিক ৪০ শতাংশ ও ৫০ দশমিক ৯০ শতাংশ তরুণ মনে করে অন্তর্বর্তী সরকারের অন্তত ১-৩ বছরের মতো দায়িত্বে থাকা উচিত। বর্তমানে তরুণদের কাছে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয়তা এই তথ্য থেকে বোঝা যায়।
সরাসরি জরিপে অংশ নেয়া ২০ দশমিক ৯০ শতাংশ ও অনলাইন জরিপে অংশ নেয়া ৫৪ দশমিক ৪০ শতাংশ তরুণ নিশ্চিত নন যে বাংলাদেশে শান্তি শৃঙ্খলা বিরাজ করছে কি না। অপরদিকে সরাসরি জরিপে ২৫ দশমিক ৩০ শতাংশ ও অনলাইনে ৭০ শতাংশ তরুণ মনে করে যে বর্তমান বাংলাদেশে মেয়ে ও নারীরা নিরাপদ বোধ করতে পারছে না।

জরিপে বলা হয়, জীবিকার মাধ্যম হিসেবে বাংলাদেশী তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা দিন দিন বাড়ছে। বর্তমানে ৫২ দশমিক ৫ শতাংশ তরুণ সরাসরি ও ৫১ দশমিক ৫০ শতাংশ তরুণ অনলাইন জরিপে ভবিষ্যৎ পেশা হিসেবে উদ্যোক্তা হতে চেয়েছেন।
এদিকে শিক্ষার মান উন্নয়নেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন তরুণরা। সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭১ শতাংশ ও ৮৬ দশমিক ৪০ শতাংশ তরুণ মনে করে যে, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি শিক্ষার অবাধ পরিবেশ বজায় রাখার অন্তরায়। এ ছাড়া সরাসরি জরিপে ৭৭ দশমিক ৪০ শতাংশ তরুণ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চাকরির জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে মনে করলেও অনলাইন জরিপের ক্ষেত্রে ৭৯ দশমিক ৩ শতাংশ তরুণ তা মনে করেন না।
সরাসরি ও অনলাইন জরিপে যথাক্রমে ৭৫ দশমিক ১০ শতাংশ ও ৬৪ দশমিক ৮০ শতাংশ তরুণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকে নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত করেছেন। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের শিকার হচ্ছেন বলেও জানান তারা। জরিপে অংশগ্রহণকারী ৫৫ দশমিক ১০ শতাংশ তরুণ ও সরাসরি জরিপে ৭৩ দশমিক ১০ শতাংশ তরুণ অনলাইন জরিপে এমন মত দিয়েছেন। এ তথ্যই বলে দেয় যে জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণরা এখন আগের চেয়ে আরো বেশি সচেতন।
এতে ১৮ বছর ও তদূর্ধ্ব তরুণদের মধ্যে সরাসরি জরিপে ৯৫ দশমিক ৫০ শতাংশ ও অনলাইন জরিপে ৯৫ দশমিক ৭০ শতাংশ তরুণ আগামী নির্বাচনে ভোট দেয়ার আশাবাদ ব্যক্ত করেছেন।

এ ছাড়া সরাসরি জরিপে ৮৬ দশমিক ৪০ শতাংশ ও অনলাইন জরিপে ৩৯ দশমিক ২০ শতাংশ তরুণ মনে করে, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে। পক্ষান্তরে, অনলাইন জরিপের ২৪ দশমিক ৫০ শতাংশ তরুণ বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে নিশ্চিত নয়। একই সাথে সরাসরি জরিপে ৬৮ দশমিক ৬০ শতাংশ ও অনলাইন জরিপ ৮৪ দশমিক ৯০ শতাংশ তরুণ মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো নির্দিষ্ট দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ প্রদর্শন করা উচিত নয়।
সরাসরি ও অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত জরিপে যথাক্রমে ২৮ দশমিক ৯০ শতাংশ ও ৪৯ দশমিক ৫০ শতাংশ তরুণ মনে করে বাংলাদেশের মিডিয়া দেশের সমসাময়িক অবস্থার সঠিক তথ্য প্রচার করে না।
এতে বিদেশমুখী তরুণদের তথ্য তুলে ধরে বলা হয়, দেশের ২১ দশমিক ৮ শতাংশ তরুণ সরাসরি জরিপে ও ৪৭ দশমিক ৮ শতাংশ তরুণ অনলাইন জরিপে জানিয়েছে তারা বিদেশে স্থায়ী হতে চান। তবে আশার কথা, সরাসরি ও অনলাইন জরিপে ৮৫ দশমিক ৮ শতাংশ ও ৮২ দশমিক ৯ শতাংশ তরুণই আবার দেশে ফিরে আসতে চান যদি উল্লেখিত বিষয়গুলোর ইতিবাচক পরিবর্তন হয়। নানান সমস্যা ও প্রতিকূলতা সত্ত্বেও জরিপে অংশ নেয়া বেশির ভাগ তরুণই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক ও আশাবাদী।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ, স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ডেপুটি ম্যানেজার মুনিরা সুলতানা, অফিস অব প্রফেশনাল ডেভেলপমেন্টের ডেপুটি ম্যানেজার আহসান হাবিব, এলসির কমিউনিকেশন, মার্কেটিং ও ব্র্যান্ডিং বিভাগের সিনিয়র ম্যানেজার কাযরিয়া কায়েস প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
খুলনায় ‘দ্বিতীয় স্বাধীনতার শহীদ যারা’ স্মারকের মোড়ক উন্মোচন শেখ হাসিনা নৌকা নিয়ে ভারতে চলে গেছেন : রেহানা আক্তার মুকসুদপুর এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার বৈষম্যবিরোধী ছাত্রনেতা জেসিনার পদ স্থগিত নওগাঁ সীমান্তে বাংলাদেশী যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে সংস্কার সংস্কার বলে নির্বাচনকে দীর্ঘায়িত করছে : তারেক রহমান পটুয়াখালীতে যুবকের লাশ উদ্ধার ফটিকছড়ি প্রেসক্লাবের সভাপতি মাসুদ, সম্পাদক ঝিনুক সিংগাইরের সাবেক উপজেলা চেয়ারম্যান অস্ত্রসহ গ্রেফতার আমাদের নেতাকর্মীরা যে ক্ষতিগ্রস্ত হয়েছেন, উপদেষ্টারা তা হন নাই : বুলু

সকল