২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১, ২৩ রজব ১৪৪৬
`

সহজ ম্যাচ কঠিন করে জিতল খুলনা

-

সবশেষ ৮ ম্যাচের ছয়টিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানীতে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের নবম ম্যাচে গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১৫২ রান করে জাকের-আরিফুলরা। লক্ষ্য তাড়ায় মিরাজের হাফসেঞ্চুরির (৭০) সুবাদে ১৯.৫ ওভারে ৪ উইকেটে ১৫৬ রান করে ৬ উইকেটে জিতে যায় খুলনা। এই জয়ে ৯ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে টাইগার্সরা। আর ৯ ম্যচে ৭ ম্যাচ হেরে তলানীতেই রইল স্ট্রাইকার্সরা।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি সিলেট। ওপেনার রনি তালুকদার ফেরেন খালি হাতে। তবে তিনে ব্যাট করতে নামা জাকির হাসানকে নিয়ে জর্জ মুনসে এগুতে থাকেন। ২৮ বলে ফিফটি তুলে নেন এই মারকুটে ব্যাটার। এরপর ৩২ বলে ৫৮ রান করে বোল্ড হন মুনসে। আলো ছড়াতে পারেননি কাদিম অ্যালাইন (৯)। ইনিংস বড় করতে পারেননি জাকের আলী (১৩ বলে ৮ রান)। ফিফটি তুলতে পারেননি জাকির হাসানও। ৩২ বলে ৪৪ রান করে আউট হন। এরপর আরিফুল হক (১), সাইমুল্লাহ শিনওয়ারি (৯), নাহিদুজ্জামান (৫) এবং সুমন খান (১২) ফিরলে ৯ উইকেটে ১৫২ রানের পুঁজি পায় সিলেট। খুলনার সব বোলারই উইকেট পেয়েছেন। আবু হায়দার, হাসান মাহমুদ ও সালমান এরশাদ দু’টি করে, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও আমির জামাল একটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে খুলনার দুই ওপেনার মেহেদি হাসান মিরাজ ও নাঈম দুরন্ত সূচনা করেন। দলীয় ৬৫ রানে ৬.৬ ওভারে বিচ্ছিন্ন হন নাঈম (২০)। তিনে নেমে টিকতে পারেননি আফিফ হোসেন (৩)। অ্যালেক্স রোসকে নিয়ে রানের চাকা সচল রাখেন অধিনায়ক মিরাজ। হাফসেঞ্চুরি তুলে নেন ২৯ বলে ৬ চার ও দুই ছক্কায়। দলীয় শতরান পার হয় ১২.৬ ওভারে। ১৩.৪ ওভার মিরাজকে ফেরান নিহাদুজ্জামান। যাওয়ার আগে করেন ৫০ বলে ৮ চার দুই ছক্কায় ৭০ রান। এরপর অঙ্কনকে নিয়ে হাল ধরেন অ্যালেক্স রোস। কিন্তু ১৩ বলে একটি করে চার ছক্কায় ১৭ এলবিডব্লিউ হন অঙ্কন। জয়ের জন্য প্রয়োজন দুই ওভারে ১২ রান। ১৯তম ওভারে আসে ৭ রান। যখন ২ বলে ৩ রান দরকার তখন বোসিস্টো ছক্কা মেরে ৬ উইকেটে দলকে জেতালেন। তিনি অপরাজিত থাকেন ১৯ রানে আর রোস ২০ রানে।

সংক্ষিপ্ত স্কোর :
সিলেট স্ট্রাইকার্স : ১৫২/৯ (মুনসে ৫৮, জাকির হাসান ৪৪, সুমন ১২, আবু হায়দার ২/২৭, হাসান মাহমুদ ২/৩৪, সালমান ২/২৪, নাসুম ১/১)।
খুলনা টাইগার্স : ১৯.৫ ওভারে ১৫৬/৪ (নাঈম ২০, আফিফ ৩, মিরাজ ৭০, অঙ্কন ১৭, রোস ২০*, বোসিস্টো ১৯* নিহাদুজ্জামান ২/২৫, সুমন ১/২৯, শিনওয়ারি ১/১৫)।
ফল : খুলনা টাইগার্স ৬ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : মেহেদি হাসান মিরাজ।


আরো সংবাদ



premium cement
সপ্তাহ ব্যবধানে সূচক বাড়লেও ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাংকখাত ইউক্রেন যুদ্ধ নিয়ে ট্রাম্পের হুমকিতে নতুন কিছু নেই : রাশিয়া ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ আজ হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত আইএসআই প্রধানের বাংলাদেশ সফরের খবর মিথ্যা : সিএ প্রেস উইং শেখ হাসিনা সরকারের উচ্চ প্রবৃদ্ধির দাবি ছিল জালিয়াতি : রয়টার্সকে ড. ইউনূস মধ্যরাতে দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প ১৬ বছর পর মুক্ত বিডিআর জওয়ানরা সালমান রহমানের আড়াই শ’ কোটি টাকার সম্পদ ক্রোক বাংলাদেশে বিশ্বের দুই বৃহত্তম বন্দর পরিচালনা প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহী

সকল