সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- ঢাবি প্রতিনিধি
- ২২ জানুয়ারি ২০২৫, ০০:০০
সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এক ছাত্র সমাবেশ আয়োজন করে সংগঠনটি।
সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী বলেন, অবিলম্বে ‘শিক্ষা সংস্কার কমিশন’ গঠন করতে হবে। শিক্ষাবিদ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ছাত্র সংগঠনসহ বিভিন্ন অংশীজনদের সাথে আলোচনাসাপেক্ষে সার্বজনীন, বিজ্ঞানভিত্তিক, সেক্যুলার, গণতান্ত্রিক, একই ধারার শিক্ষার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়ন করতে হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি এবং মিছিল-সমাবেশ বন্ধের অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে। অবিলম্বে ডাকসুসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন চালু করা দরকার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা