পাইরেসির গডফাদার লিটনসহ ৪ জলদস্যু আটক
- চট্টগ্রাম ব্যুরো
- ১৯ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে অভিযান চালিয়ে বিদেশী জাহাজে ডাকাতির প্রস্তুতিকালে চার জলদস্যুকে আটক করেছে উপকূল রক্ষী কোস্টগার্ড। গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে ঘণ্টাব্যাপী ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়।
কোস্টগার্ড সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বহির্নোঙ্গর এলাকায় বিদেশী জাহাজে ডাকাতির উদ্দেশ্যে একদল দুর্বৃত্ত সাগরে অবস্থান করছে, এমন গোপন সংবাদ আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশন সাংগু রাত আড়াইটার দিকে একটি বিশেষ অভিযান চালায়। এ সময় বন্দরের বহির্নোঙ্গরে সাংগু নদীর মোহনায় সন্দেহভাজন একটি কাঠের বোট দৃষ্টিগোচর হলে কোস্টগার্ড থামার সঙ্কেত দেয়। এ সময় বোটটি কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে সঙ্কেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে কোস্টগার্ড সদস্যরা ঘণ্টাব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয় এবং তল্লাশি করে ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি দেশীয় অস্ত্র, ৪০০ পিস ইয়াবাসহ চারজন ডাকাতকে আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মূল হোতা মো: লিটনের (৩৮) নেতৃত্বে ডাকাত দলটি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন ছিবাতলী ঘাট থেথে বোটে মধ্যরাত দেড়টার দিকে চট্টগ্রাম বহির্নোঙ্গরে আসে।
আটক ডাকাত সদস্যরা হলো মো: লিটন (৩৮), মো: হাসেম (৪৫), মো: মিন্টু (৩৮) ও মো: কায়সার (৩৮)। জব্দকৃত সব আলামতসহ আটক ডাকাতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য আনোয়ারা থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা