১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল

যুগোপযোগী হচ্ছে মসজিদ পরিচালনা নীতিমালা

-

দেশের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনের জন্য একীভূত বেতনস্কেল তৈরির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ লক্ষ্যে গঠিত কমিটি ২০০৬ সালের মসজিদ পরিচালনা নীতিমালাকে যুগোপযোগী করে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য একীভূত বেতন কাঠামো সুপারিশ করবে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদ, মডেল মসজিদ এবং ওয়াকফ প্রশাসন পরিচালিত মসজিদগুলোকে এই বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া আর্থিক সক্ষমতা যাচাইসাপেক্ষে বেসরকারিভাবে পরিচালিত মসজিদগুলোকে এই বেতনস্কেল বাস্তবায়নে নির্দেশনা দেয়া হবে। কোনো মসজিদের আর্থিক সঙ্গতি না থাকলে পর্যায়ক্রমে এই স্কেল বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতনস্কেল বাস্তবায়নের বিষয়টি তদারকি করবেন। কোন ক্যাটাগরির মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতনভাতা রাজস্ব খাত থেকে এবং স্থানীয় মসজিদ ফান্ড থেকে দেয়া হবে তা নীতিমালায় উল্লেখ থাকবে।

নীতিমালার বিষয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নয়া দিগন্তকে বলেন, ইমামদের নিয়োগ, পদোন্নতি, অপসারণ ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা থাকবে। এ ছাড়া সম্ভব হলে মসজিদ কম্পাউন্ডে তাদের আবাসনের বন্দোবস্ত রাখার বিষয়েও নির্দেশনা দেয়া হবে। এ নীতিমালা খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনরা ছোটখাটো ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ নিতে পারবে।
জানা যায়, দেশে সরকারি মসজিদ রয়েছে চারটি। ঢাকার বায়তুল মোকাররম, রাজশাহীর হেতেম খাঁ মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ। এর বাইরে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোগে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে।


আরো সংবাদ



premium cement
আরজি কর হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ : মামলার রায় আজ জুলাই ঘোষণাপত্রের জন্য অংশীজনদের অভিমত নিচ্ছে সরকার : প্রেস উইং টিকটক বন্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রে! ‘লাল সন্ত্রাস’ চান ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা মেঘমল্লার মস্কোতে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর রাশিয়া ও ইরানের আইসিসির প্রধান প্রসিকিউটরের সাথে সিরিয়ার নতুন নেতার সাক্ষাৎ সংবাদ সম্মেলনে সাংবাদিককে হেনস্তার অভিযোগ ব্লিঙ্কেনের বিরুদ্ধে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমল মুন্সীগঞ্জে চুরির মালপত্র না মাপায় ৪ জনকে কুপিয়ে আহত করল দুর্বৃত্তরা অভিষেকের আগে শি জিনপিংকে ট্রাম্পের ফোন মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ , মেঘমল্লার বসুকে গ্রেফতার দাবি

সকল