১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`
ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনস্কেল

যুগোপযোগী হচ্ছে মসজিদ পরিচালনা নীতিমালা

-

দেশের ১৭ লাখ ইমাম-মুয়াজ্জিনের জন্য একীভূত বেতনস্কেল তৈরির উদ্যোগ নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ লক্ষ্যে গঠিত কমিটি ২০০৬ সালের মসজিদ পরিচালনা নীতিমালাকে যুগোপযোগী করে খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জন্য একীভূত বেতন কাঠামো সুপারিশ করবে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদ, মডেল মসজিদ এবং ওয়াকফ প্রশাসন পরিচালিত মসজিদগুলোকে এই বেতন কাঠামোতে অন্তর্ভুক্ত করা হবে। এ ছাড়া আর্থিক সক্ষমতা যাচাইসাপেক্ষে বেসরকারিভাবে পরিচালিত মসজিদগুলোকে এই বেতনস্কেল বাস্তবায়নে নির্দেশনা দেয়া হবে। কোনো মসজিদের আর্থিক সঙ্গতি না থাকলে পর্যায়ক্রমে এই স্কেল বাস্তবায়নে উদ্যোগ নেয়া হবে। মাঠপর্যায়ে জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা বেতনস্কেল বাস্তবায়নের বিষয়টি তদারকি করবেন। কোন ক্যাটাগরির মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের বেতনভাতা রাজস্ব খাত থেকে এবং স্থানীয় মসজিদ ফান্ড থেকে দেয়া হবে তা নীতিমালায় উল্লেখ থাকবে।

নীতিমালার বিষয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন নয়া দিগন্তকে বলেন, ইমামদের নিয়োগ, পদোন্নতি, অপসারণ ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা থাকবে। এ ছাড়া সম্ভব হলে মসজিদ কম্পাউন্ডে তাদের আবাসনের বন্দোবস্ত রাখার বিষয়েও নির্দেশনা দেয়া হবে। এ নীতিমালা খতিব, ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরো বলেন, এ ছাড়া ইসলামিক ফাউন্ডেশনের অধীনে ইমাম প্রশিক্ষণ একাডেমি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম-মুয়াজ্জিনরা ছোটখাটো ব্যবসা পরিচালনার জন্য সুদমুক্ত ক্ষুদ্রঋণ নিতে পারবে।
জানা যায়, দেশে সরকারি মসজিদ রয়েছে চারটি। ঢাকার বায়তুল মোকাররম, রাজশাহীর হেতেম খাঁ মসজিদ, চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ ও জমিয়তুল ফালাহ মসজিদ। এর বাইরে বিভিন্ন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বেসরকারি উদ্যোগে সারা দেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ রয়েছে।


আরো সংবাদ



premium cement
স্বাভাবিক জীবনে ফেরার অপেক্ষায় দৃষ্টি ও শ্রবণশক্তি হারানো মবিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে রিভিউ শুনানি রোববার চীন থেকে ৪ লাখ ৪০ হাজার টন ডিএপি সার আমদানিতে চুক্তি রাতে শীতের প্রকোপ বাড়তে পারে দ্বীন বিজয়ের জন্য দাওয়াত সম্প্রসারণের কোনো বিকল্প নেই : উপাধ্যক্ষ আব্দুর রব জবাবদিহিতা নিশ্চিত করলে অনেক সমস্যার সমাধান হয়ে যায় : মির্জা ফখরুল পতিত আ’লীগের বাজেটকে কন্টিনিউ করতে গিয়ে বিপদে পড়ছে অন্তর্বর্তী সরকার : আমীর খসরু নড়বড়ে বাঁশের সাঁকোয় ঝুঁকিপূর্ণ পারাপার ভাঙারি কুড়িয়ে চলছে ৬৫ বছর বয়সী বৃদ্ধের সংসার অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে : দেবপ্রিয় ভট্টাচার্য ভানুয়াতুর জনবহুল দ্বীপে ফ্লুর প্রাদুর্ভাব ঘোষণা

সকল