২৭ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১, ২৫ রজব ১৪৪৬
`

ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে ছাত্রদলের ২৭ প্রস্তাবনা

-

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনে প্রশাসনকে ২৭টি প্রস্তাবনা দিয়েছে ঢাবি ছাত্রদল। এ ছাড়া ভিসির বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে প্রস্তাবনা তুলে ধরে ঢাবি ছাত্রদল। এ সময় প্রস্তাবনাগুলো পাঠ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন।
ছাত্রদলের প্রধান প্রস্তাবনাগুলো হলো- ১) ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে ডাকসুর গঠনতন্ত্রে কেন্দ্রীয় ও হল সংসদ নির্বাচনে ভোটার ও প্রার্থী হওয়ার ক্ষেত্রে বয়সীমা সুনির্দিষ্টভাবে ৩০ বছর না করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব নিয়মিত শিক্ষার্থীদের ভোটার ও প্রার্থী হওয়ার সুযোগ থাকতে। ২) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সক্রিয় ও কার্যকরী প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত গণতান্ত্রিক সংস্কৃতি এবং সামাজিক-অর্থনৈতিক মূল্যবোধকে সমুন্নত রাখা এবং লালন করা। ৩) ডাকসুকে সর্বদা ঢাবি শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ ও সুরক্ষার জন্য ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের মধ্যে নাগরিক অধিকার, আইনি সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি ও সংশ্লিষ্ট উদ্যোগ গ্রহণ করা, যাতে শিক্ষার্থীরা তাদের অধিকার যথাযথভাবে চর্চা করতে পারে এবং ভুয়া খবর ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখতে পারে। এ ছাড়া নেতৃত্বের গুণাবলি বিকাশ, দক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস সৃষ্টি এবং শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ ও দায়িত্বশীল মূল্যবোধ গঠনে প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, কাউন্সিলিং এবং অন্যান্য সক্ষমতা বৃদ্ধিমূলক উদ্যোগ গ্রহণ করা। ৪) ঢাবি ভিসিকে আহ্বায়ক করে, উপউপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, সিন্ডিকেট, অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও ডাকসুর নির্বাচিত সহসভাপতিকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন। ৫) ডাকসুর সভাপতি পদে শিক্ষার্থীদের মধ্য থেকে সরাসরি ভোটে নির্বাচিত হয়ে আসবে। ৬) নারী শিক্ষার্থীদের কার্যকরী অংশগ্রহণ নিশ্চিতকরণে নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য মোট দুইটি সহসভাপতি এবং দুইটি সহসাধারণ সম্পাদক পদে আলাদা নির্বাচনের প্রস্তাব। ৭) ডাকসুর নির্বাহী কমিটিতে মানবাধিকার ও আইনবিষয়ক, স্বাস্থ্য ও পরিবেশবিষয়ক, জেন্ডার সমতা ও অন্তর্ভুক্তিবিষয়ক, গবেষণা ও উন্নয়নবিষয়ক ও কর্মসংস্থান ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক সম্পাদকসহ ৫টি নতুন সম্পাদক পদ রাখার প্রস্তাব দিয়েছে ছাত্রদল। ৮) ডাকসুর কোষাধ্যক্ষ পদটিতে উপাচার্যের এক শিক্ষক মনোনয়নের নিয়ম পরিবর্তন করে অর্থ সম্পাদক পদে সরাসরি শিক্ষার্থীদের ভোট প্রদান। ৯) মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদকে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র ও ২৪ এর গণ-অভ্যুত্থানবিষয়ক সম্পাদকে রূপান্তরকরণ। ১০) ডাকসুর নির্বাহী কমিটিতে ১৩টি পদ বর্ধিতকরণ ও প্রত্যেক সম্পাদকের সাথে ডেপুটি সম্পাদক নিয়োগ।


আরো সংবাদ



premium cement
পায়ে হেঁটে দুই ঘণ্টায় দুই লাখ ফিলিস্তিনির উত্তর গাজায় প্রবেশ জামায়াতের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে : গোলাম পরওয়ার নিলামে তোলা হলো আওয়ামী লীগের সাবেক ২৪ এমপির গাড়ি নওগাঁয় পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার ঢাবি ও সাত কলেজের ঘটনা নিয়ে ভারতীয় মিডিয়ার অপপ্রচার নির্বাচন আয়োজন নিয়ে সিইসির বক্তব্যের সাথে একমত বিএনপি : দুদু আ’লীগ নেতা, পুলিশসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা জারি গাছে আটকেপড়া বিড়ালকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বরিশালের টানা ৫ জয়, কঠিন সমীকরণে খুলনা সিরাজদিখানে নিখোঁজের ৭ দিনেও সন্ধান মেলেনি স্কুলছাত্র রোমানের ৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

সকল





up