১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
বৈষম্যবিরোধী আন্দোলন

আহত পোশাক শ্রমিক মোশারফকে থাইল্যান্ডে নেয়া হচ্ছে

-


ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ আন্দোলন সারা দেশের ন্যায় গাজীপুরেও তুঙ্গে উঠেছিল। এই আন্দোলনে প্রথম সারিতে যোগ দিয়েছিলেন পোশাক শ্রমিক মোশারফ হোসেন (৪০)। গত ৫ আগস্ট তিনি গাজীপুরের মাওনায় পুলিশের ছোড়া গুলিতে দুইপা ছিদ্র হয়ে গুরুতর আহত হন। তিনি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের শালীহর ছায়ানীড় আবাসন প্রকল্পের বাসিন্দা নাজিম উদ্দিনের ছেলে।

গত সোমবার মোশারফকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হয়েছে। সরকারি খরচে তার চিকিৎসা চলবে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানাগেছে, গুলিবিদ্ধ মোশারফকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছিল। এরপর ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসার খোঁজখবর নিতে আসেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো: নাহিদ ইসলামসহ সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও সমন্বয়করা। এ ছাড়াও রোববার রাতে তাকে দেখতে আসেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ডা: তাসনিম জারা ও কেন্দ্রীয় সদস্য মুনতাসীর মাহমুদ।
গুলিবিদ্ধ মোশারফের বাবা নাজিম উদ্দিন জানান, দুই ছেলে ও চার মেয়ের মধ্যে মোশারফ তৃতীয়। তার স্ত্রী ও দুই কন্যা সন্তান রয়েছে। পরিবারের দৈন্যদশায় তিনি গাজীপুরের মাওনায় একটি পোশাক কারখানায় চাকরি নেয়। বৈষম্যবিরোধী আন্দোলন যখন চাঙা তখন আন্দোলনে সরব ছিলেন মোশারফ। তার সাথে পোশাক শ্রমিকদের একটি বড় দলও আন্দোলনে যোগ দেয়। ৫ আগস্ট গাজীপুরের মাওনায় আন্দোলনে পুলিশের ছোড়া গুলিতে তার দুই পা ছিদ্র হয়ে বেরিয়ে যায়।

উন্নতর চিকিৎসার জন্য ছেলেকে বিদেশ নেয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান আহত মোশারফের বাবা নাজিম উদ্দিন ও মা নুরজাহান বেগম। তারা বলেন, ছেলের চিকিৎসার খরচ দেয়া আমাদের পক্ষে সম্ভব ছিল না। তাই সরকারি খরচে চিকিৎসা হচ্ছে শুনে আমরা খুশি। সে দেশের জন্য যুদ্ধ করেছে, তার জন্য দোয়া চাই।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক খলিলুর রহমান সাংবাদিকদের জানান, আমরা তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করেছি। তার উন্নত চিকিৎসার জন্য সরকারি খরচে থাইল্যান্ডে পাঠানো হয়েছে।


আরো সংবাদ



premium cement
কুষ্টিয়ায় সংঘর্ষে নিহত জামায়াতকর্মীর লাশ দু’দিন পর দাফন রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন ইউক্রেন জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি বিমান হামলায় ৬ জন নিহত : ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয় গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২ ফিল্ড ট্যুর নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে নোবিপ্রবির ফিমস বিভাগের ২ শিক্ষক অপরাধ-বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের ধরা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা চীনের আরো ৩৭ কোম্পানির উপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার শেষ মুহূর্তে বিক্ষোভের মুখে বাইডেন, ‘যুদ্ধাপরাধী’ বলে স্লোগান পারিশ্রমিক নিয়ে টালবাহানা, রাজশাহীর ক্রিকেটারদের অনুশীলন বয়কট গাজা যুদ্ধবিরতি আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে : কাতার

সকল