শোক সংবাদ
- ১১ জানুয়ারি ২০২৫, ০০:০৫
আবুশামা মণ্ডল
সিরাজগঞ্জের এনায়েতপুর প্রেসক্লাবের সহসভাপতি ও থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসানের বাবা ব্যবসায়ী আবুশামা মন্ডল (৬৫) বৃহস্পতিবার রাতে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুমা এনায়েতপুর মন্ডলপাড়া কবরস্থান মাঠে জানাযা শেষে লাশ দাফন করা হয়। তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা সাইদুল ইসলাম ও এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ আব্দুস ছামাদ খানসহ বিএনপি-জামায়াত ও বণিক সমিতির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে। চৌহালী (সিরাজগগঞ্জ) সংবাদদাতা।
আবু তালেব মণ্ডল
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের ক্যান্টনমেন্ট থানার সাবেক আমির ও ঢাকা মহানগরী উত্তর জামায়াতের প্রবীণ রুকন আবু তালেব মণ্ডল গত ৯ জানুয়ারি রাতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন বার্ধক্যজনিত অসুস্থতাসহ নানাবিধ শারীরিক জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের কমলনগরে।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল সকালে ভাসানটেক নিজ বাসস্থানসংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। পরে তার লাশ লক্ষ্মীপুর জেলার কমলনগরে নেয়া হয় এবং বাদ জুমা সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
আবু তালেব মণ্ডলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।
এক শোকবাণীতে মহানগরী নেতৃদ্বয় বলেন, মরহুম আবু তালেব মণ্ডল ছিলেন ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান সহযোদ্ধাকে হারালাম।
মহানগরী নেতৃদ্বয় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা