১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

রাজশাহী কোর্ট স্টেশন এলাকায় জামায়াতের শীতবস্ত্র উপহার

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে গতকাল নগরীর কোর্ট স্টেশন এলাকায় শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমির মাওলানা ড. কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই শীতবস্ত্র উপহার প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মহানগরীর তারবিয়াত সেক্রেটারি হাফেজ নুরুজ্জামান, কাশিয়াডাঙ্গা থানা আমির মাওলানা ফরিদ উদ্দিন আক্তার, কাশিয়াডাঙ্গা থানা যুব সেক্রেটারি লোকমান হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা ড. কেরামত আলী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চার দফা কর্মসূচি নিয়ে কাজ করছে। এর মধ্যে ৩ নম্বর দফা হচ্ছে সামাজিক কাজ। জামায়াতে ইসলামীর ে¯­াগান হচ্ছে আল­াহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। জামায়াতে ইসলামী সৎ ও যোগ্য নেতৃত্ব গঠনের কারখানা। জামায়াতে ইসলামীর কাছে রাষ্ট্র ও সমাজের নেতৃত্বের দায়িত্ব দেয়া হলে এ দেশের মানুষ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার পাবে। জামায়াতে ইসলামী একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায়। এ জন্য জনগণের সমথর্ন ও সহযোগিতা প্রয়োজন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement