১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

সাবেক এমপি মহিউদ্দিন ৩ দিনের রিমান্ডে

-

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসাইন রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় দায়ের করা রাজধানীর উত্তরা পশ্চিম থানার আব্দুর রউফ হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আল মাহমুদ শরীফ ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী ব্যারিস্টার ইমতিয়াজ মইনুল ইসলাম মিলি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৮ জানুয়ারি মহিউদ্দিনকে উত্তরা ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টর এলাকায় আন্দোলনে অংশ নেন আব্দুর রউফ (২৬)। এরপর আসামিদের ছেঁাড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত ৮ জানুয়ারি রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটা হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই। এ মামলায় মহিউদ্দিনকে আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে।
গ্রেফতার শফিকুল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement