১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`
ইজতেমা মাঠে সংঘর্ষ

মাওলানা সাদ অনুসারী ২৩ জনের আগাম জামিন

-

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় মাওলানা সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গতকাল বুধবার বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি মো: হামিদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন। সাথে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খাজা তানভির আহমেদ।

জামিন আদেশের পর ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেন, ১৯ ডিসেম্বর বিশ্ব ইজতেমা মাঠে একটি দুঃখজনক ঘটনা ঘটে। মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ উভয়পন্থীরা দাবি করে তাদের লোক মারা গেছে। মাওলানা জুবায়েরপন্থীরা সাদপন্থীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। সাদপন্থীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম আদালতে জামিন নিতে আসেন। তার বয়স ৮০ বছর। মামলার আসামিদের সবাই সমাজের বয়োজ্যেষ্ঠ ও গণ্যমান্য ব্যক্তি। তাদের মধ্যে সাবেক সচিব, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকসহ গুরুত্বপূর্ণ পদে ছিলেন এমন ব্যক্তিও রয়েছেন। তিনি বলেন, আমরা আদালতে বলেছি উনারা বয়স্ক ও সম্মানিত লোক। উনাদের পক্ষে এ ধরনের অপরাধ করা সম্ভব নয়। এটা বিবেচনা করে সৈয়দ ওয়াসিফুল ইসলামসহ ২৩ জন পুলিশি প্রতিবেদন দেয়া পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।

এর আগে গত ১৯ ডিসেম্বর রাত ১০টার দিকে সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় কয়েক শ’ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় মামলা করেন মাওলানা জোবায়ের অনুসারী এস এম আলম নামে এক ব্যক্তি। আসামিদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন সাদ অনুসারীদের প্রধান মুরব্বি সৈয়দ ওয়াসিফুল ইসলাম, তার ছেলে ওসামা ইসলাম আনু, আবদুল্লাহ মনসুর, কাজী এরতেজা হাসান, মোয়াজ বিন নূর, জিয়া বিন কাশেম, আজিমুদ্দিন, আনোয়ার আবদুল্লাহ, শফিউল্লাহ প্রমুখ।
মামলার এজাহারে বলা হয়, ওই হামলার ঘটনায় নিহত হন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দু গ্রামের মৃত ওসমান গণির ছেলে আমিনুল ইসলাম (৬৫), ফরিদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের মৃত শেখ সামাদের ছেলে বেলাল হোসেন (৬০) ও বগুড়া সদর উপজেলার ধাওয়াপাড়া গ্রামের ওমর উদ্দিনের ছেলে তাজুল ইসলাম।


আরো সংবাদ



premium cement