০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

মিয়ানমার জান্তার আরো একটি শক্ত ঘাঁটির পতন

-

মিয়ানমারের জান্তা সরকারের আরো একটি শক্ত ঘাঁটির দখল নিয়েছে বিদ্রোহীরা। বছরব্যাপী আক্রমণের মুখে সাগাইং প্রদেশের বুদালিন টাউনশিপের একটি থানা ছেড়ে পালিয়েছে জান্তা বাহিনী। প্রায় এক বছর ধরে স্থানীয় বিদ্রোহীদের হামলার মুখে ‘দুর্গ’ ও শক্তিশালী ঘাঁটি হিসেবে বিবেচিত এই স্থাপনার পতন হয়েছে। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতির এক খবরে এই তথ্য জানা গেছে।
কুতাউ গ্রামের গ্রাম প্রতিরক্ষা পুলিশের আওতাধীন থানাটিকে ঘিরে বাংকার ও পরিখা খুঁড়েছিল মিয়ানমারের সামরিক জান্তা। বিভিন্ন রকম প্রতিরক্ষামূলক ব্যবস্থা বসিয়ে এই থানাকে শক্তিশালী ঘাঁটি ও দুর্ভেদ্য দুর্গ হিসেবে গড়ে তোলে তারা। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সম্প্রতি বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এই দুর্গের পতন ঘটিয়েছে। শুরুতেই দুর্গে নতুন করে সেনা, রসদ ও অন্যান্য উপকরণ আসার সব পথ দখল করে নেয় তারা। অকার্যকর হয়ে পড়ে জান্তার সরবরাহ শৃঙ্খল। খাদ্য ও রসদের অভাবে একপর্যায়ে বাধ্য হয়ে ঘাঁটি ছেড়ে পালাতে বাধ্য হয় জান্তার সদস্যরা। চূড়ান্ত বিজয় অর্জনের পথে থানায় তিন দফা হামলা চালায় পিডিএফের সেনারা। জান্তার একদল সেনা পেছন দিক থেকে বিদ্রোহীদের ওপর হামলা চালানোর চেষ্টা করলেও তারা পরাস্ত হয়। পিডিএফের বুদালিনভিত্তিক মনিওয়া জেলা ব্যাটালিয়ন ২০-এর মুখপাত্র এসব তথ্য দেন।

 

 


আরো সংবাদ



premium cement