০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা এবং ছবি না থাকা পরিকল্পনার অংশ

-

পাঠ্যপুস্তকে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা এবং তার ছবি না থাকার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে চিহ্নিত করে অপসারণের দাবি জানিয়েছে রোকেয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মানববন্ধন থেকে এই ঘোষণা দেন সমন্বয়করা। মানববন্ধনে শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন সমন্বয়করা সামসুর রহমান সুমন, রহম আলী, আশিকুর রহমান, নয়ন মিয়া প্রমুখ।
এ সময় তারা বলেন, পাঠ্যবইয়ে শহীদ আবু সাঈদের মৃত্যুর তারিখ ভুল করা পরিকল্পিত। এ ছাড়াও পাঠ্য বইয়ে আবু সাঈদ ও নুর হোসেনের বীরত্বগাথা লেখা হলেও আবু সাঈদের ছবি না থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নেয়ার মতো নয়। আমরা মনে করি এর মাধ্যমে পরিকল্পিতভাবে ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছে।
বক্তারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে এই ঘটনার সাথে জড়িতদের বিচার এবং ভুল সংশোধন ও ছবি সংযোজনের ব্যবস্থা করা না হলে কঠোর আন্দোলনে যাবে আবু সাঈদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
গেল বছর ১৬ জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১নং গেটের সামনে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ।

 


আরো সংবাদ



premium cement