গাজীপুরে বেতনভাতা বাড়ানোর দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ
- গাজীপুর প্রতিনিধি
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৫
গাজীপুরে বেতনভাতা বাড়ানোর দাবিতে ফের কর্মবিরতি ও বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। পরে পুলিশ এসে তাদেরকে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। সোমবার কাশিমপুর থানাধীন জিরানী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সোমবার সকালে গাজীপুর মহানগরীর জিরানী এলাকার আইরিশ ফ্যাশন কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কর্মবিরতি শুরু করে। এ সময় তারা সরকার ঘোষিত বার্ষিক বেতন ৯ শতাংশ বাড়ানোর দাবিতে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে পার্শ্ববর্তী জিরানী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর এসে অবস্থান নিয়ে অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। শ্রমিকরা প্রায় এক ঘণ্টা পর অবরোধ তুলে নিয়ে কারখানায় গিয়ে বিক্ষোভ করতে থাকেন। ফলে সকাল ৯টার দিকে ওই সড়কে পুনরায় যানবাহন চলাচল শুরু হয়। এর আগে রোববার একই দাবিতে ওই কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছিলেন।
গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান জানান, শ্রমিকরা কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করেছিলেন। এখন চন্দ্রা-নবীনগর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা