০৯ জানুয়ারি ২০২৫, ২৫ পৌষ ১৪৩১, ৮ রজব ১৪৪৬
`

মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত : নোবিপ্রবি ভিসি

-

নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, মা-বাবা বৃদ্ধ হলে তাদের প্রতি যতœবান হওয়া উচিত। এখানে আজকে যেসব শিক্ষক সেমিনারে অংশ নিয়েছেন তাদের বেশির ভাগেরই বয়স ধীরে ধীরে বাড়ন্তের দিকে। তিনি গতকাল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (নোবিপ্রবি) বয়স্কদের স্বাস্থ্য ও পরিচর্যা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. আসাদুন নবীর সভাপতিত্বে ও প্রোগ্রাম মডারেটর আইকিউএসির অতিরিক্ত পরিচালক জি এম রাকিবুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব ওয়েস্ট লন্ডনের অধ্যাপক ড. হাফিজ টি এ খান। মুখ্য আলোচক ছিলেন- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ বি এম আলাউদ্দিন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপক অধ্যাপক ড. হাফিজ টি এ খান।


আরো সংবাদ



premium cement