ডুলাহাজারা সাফারি পার্কে মা হারা দুই দিনের হাতির শাবক
- রফিক আহমদ চকরিয়া (কক্সবাজার)
- ০৭ জানুয়ারি ২০২৫, ০১:৫৪
অবশেষে চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে আনা হলো মা হারা দুই দিনের হাতির শাবকটিকে। এখন বন্যপ্রাণী হাসপাতালে রেখে হাতির বাচ্চাকে চিকিৎসাসেবা দিয়ে লালন-পালন করছেন পার্কের লোকজন। গত রোববার রাতে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ উপজেলার হোয়ক্ষ্যং থেকে হাতির শাবকটি আনা হয়েছে।
চকরিয়া ডুলাহাজারা সাফারি পার্ক সূত্রে জানা যায়, গত রোববার টেকনাফ উপজেলা হোয়াইখং রেঞ্জের হোয়াইখং বনবিটের হরিণখোলা বুড়াবনিয়া নামক বনাঞ্চলে একটি গর্ভবতী হাতি শাবকটি প্রসব করে। এরপর প্রসবকালীন জটিলতায় মা হাতিটি মারা যায়। তবে প্রসবকৃত হাতির শাবকটি সুস্থ ছিল। পরে স্থানীয় লোকজন মাতৃহীন হাতির শাবকটি দেখে সংশ্লিষ্ট বনকর্মীদের খবর দেয়। বনকর্মীরা খবর পেয়ে দ্রুত নবজাতক হাতির শাবকটি উদ্ধার করে বনবিট অফিসে নিয়ে যান এবং মৃত মা হাতিটিকে আইনি প্রক্রিয়া শেষে মাটিতে পুঁতে ফেলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা