০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

থ্রি-জিরো তত্ত্ব ও সামাজিক ব্যবসার ধারণা বাস্তবায়নে কাজ করবে সমবায় অধিদফতর : উপদেষ্টা আসিফ মাহমুদ

-

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিশ্বব্যাপী আলোচিত এবং সমাদৃত প্রধান উপদেষ্টার ‘থ্রি-জিরো তত্ত্ব’ এবং ‘সামাজিক ব্যবসার’ ধারণা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখবে সমবায় অধিদফতর।
গতকাল ঢাকায় সমবায় অধিদফতর পরিদর্শন এবং পায়রা সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
এ প্রসঙ্গে উপদেষ্টা আরো বলেন, বিশ্বব্যাপী গৃহীত ‘থ্রি জিরো তত্ত্ব’ একটি সামাজিক ও অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি যার ভিত্তি হচ্ছে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য কার্বন নিঃসরণ। ‘থ্রি-জিরো তত্ত্ব’ এবং ‘সামাজিক ব্যবসার’ ধারণা বাস্তবায়নে কাজ করতে তিনি সমবায় অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেন।
উপদেষ্টা বলেন, সমবায় অধিদফতরের প্রাতিষ্ঠানিক কার্যক্রম এবং পারফরম্যান্স নিম্নমুখী বলে মনে হচ্ছে, কিন্তু তা ঊর্ধ্বমুখী করার ব্যবস্থা নিতে হবে। সমবায় আইন সংশোধন এবং যুগোপযোগী করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে তিনি দ্রুততম সময়ের মধ্যে শূন্যপদ পূরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিষয়ে গুরুত্বারোপ করেন।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সমবায় অধিদফতরের সদস্যদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে পাইলটিং প্রকল্প নেয়া এবং দ্রুত বাস্তবায়ন করার নির্দেশনা দেন উপদেষ্টা। এ ছাড়াও দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং সুষম সম্পদের বণ্টনের জন্য সমবায় অধিদফতর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মতবিনিময় সভার শুরুতে সমবায় অধিদফতরের নিবন্ধক ও মহাপরিচালকের সভাপতিত্বে সমবায় কার্যক্রম সম্পর্কে মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন যুগ্ম নিবন্ধক মোহাম্মদ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির বক্তৃতা করেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মো: মোখলেছুর রহমান।

 

 


আরো সংবাদ



premium cement
ইয়েমেনে ব্রিটিশ ও সৌদি গোয়েন্দা সংস্থার গুপ্তচর গ্রেফতার বান্দরবানে ভাইকে হত্যায় বড় ভাই গ্রেফতার সিরিয়ার কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের হুমকি তুরস্কের কক্সবাজারে শিশুকে অপহরণ করে হত্যা, লাশ উদ্ধার সচিবালয়ে শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে জবিতে মানববন্ধন লাল কার্ডে মাঠের বাইরে ভিনিসিয়াস ৭ বছর পর লন্ডনে মা ও মাতৃস্নেহ বঞ্চিত ছেলের সাক্ষাৎ রাশিয়ার সু-৩৪ সুপারসনিক বোমারু বিমানের ইউক্রেনের শক্তিশালী অবস্থান কুরস্ক সীমান্তে হামলা মাদুরোর শপথ গ্রহণের প্রাক্কালে বিক্ষোভ ও সমাবেশের প্রস্তুতি বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরাইলি বন্দীদের পরিবারগুলোর মামলা

সকল