০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ফোরাম সভাপতি গিয়াস উদ্দিনের ইন্তেকাল

-

ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ সদস্য (রুকন) ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন (৬৮) ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। রাত সোয়া ৯টায় রাজধানীর উত্তরাস্থ আই ই এস স্কুল মাঠে জামায়াত আমির ডা: শফিকুর রহমানের ইমামতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। শুক্রবার বাদ জুমআ নীলফামারী জেলা সদরের টুপামারীস্থ নিজ গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। দ্বিতীয় জানাজায় ইমামতি করেন সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।

শোকবাণী : ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। শোকবাণীতে তিনি বলেন, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সভাপতি হিসেবে নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। চরম প্রতিকূল পরিবেশেও তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে ফোরামের কাজ করেছেন। কার্যত তিনি ছিলেন ফোরামের প্রাণ। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। শোকবাণীতে তিনি আরো বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তার জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজন, প্রিয়জন ও সহকর্মীদের এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

গিয়াস উদ্দীনের মৃত্যুতে শোক
তার ইন্তেকালে আরো শোক প্রকাশ করেছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা বলেন, আমরা আমাদের একজন নিবেদিত প্রাণ যোগ্য দায়িত্বশীল ও অভিভাবককে হারালাম। আইডিইবির মাধ্যমে সারা দেশের প্রায় ১২ লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের স্বার্থ সংরক্ষণে সদা সোচ্চার ও নিবেদিত একজন নেতাকে জাতি হারিয়েছে।
মো: গিয়াস উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম এবং জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন। নেতৃদ্বয় তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement