০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`
ডেমরায় কর্মী সম্মেলনে অধ্যাপক মুজিব

আ’লীগ একাত্তরকে পুঁজি করে দেশকে শোষণ করেছে

রাজধানীতে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে অতিথিরা : নয়া দিগন্ত -


বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, বাংলাদেশে ষড়যন্ত্রকারী গোষ্ঠী একাত্তরের তকমা লাগিয়ে ৫৪ বছর জনগণের সাথে চরম প্রতারণা করছে। জামায়াতে ইসলামীর দেশপ্রেমিক নেতাদের বিরুদ্ধে মানুষকে মিথ্যা গল্প শুনিয়ে জাতিকে বিভ্রান্ত করেছে। মুক্তিযুদ্ধের ধ্বজাধারী আওয়ামী লীগ একাত্তরকে পুঁজি করে মূলত এই দেশকে শোষণ করেছে। গণতন্ত্রের সাথে ৭১ এর পরই তারা চরম বিশ্বাসঘাতকতা করেছিল। শেখ মুজিবুর রহমান গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এ দেশে সব রাজনৈতিক দল নিষিদ্ধ করে একদলীয় শাসনব্যবস্থা বাকশাল কায়েম করেছিল। নিজ দলীয় গণমাধ্যম ছাড়া সব গণমাধ্যম বন্ধ করে দিয়েছিল।

গতকাল রাজধানীর ডেমরা থানা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ার কল্যাণের সাথে আখেরাতের কল্যাণ নিশ্চিতে কাজ করছে জামায়াতে ইসলামী। এ দেশের মানুষের সত্যিকার কল্যাণে ও মুক্তির জন্য ছাত্র-জনতার বিপ্লবে অর্জিত এই নতুন বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে অবশ্যই জামায়াতে ইসলামীকে বেছে নিতে হবে। দেশের অধিকাংশ রাজনৈতিক দল ৩০ বছর কেবল নিজেরা ভালো থাকার চিন্তা করেছে বলেও মন্তব্য করেন তিনি। অধ্যাপক মুজিবুর রহমান বলেন, ইসলামকে রাষ্ট্র থেকে বাদ দেয়ায় দেশে নানাবিধ সেক্টরে অশান্তি তৈরি হয়েছে, যা বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়েও চলছে। মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইন ছাড়া সুবিচার কখনোই আসবে না।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো: নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মুহা: কামাল হোসাইন, নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মো: হাফিজুর রহমান। এ ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ডেমরা উত্তর আমির মাওলানা মিজানুর রহমান, ডেমরা দক্ষিণ আমির মির্জা হেলাল, মাওলানা কারি আনোয়ার শাহ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, স্বাধীনতার পরই দেশের সার্বভৌমত্ব প্রতিবেশী দেশের কাছে বিক্রি করে দেয়া হয়েছিল। বাংলাদেশ থেকে চেতনার নামে ইসলামকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করেছিল ষড়যন্ত্রকারী একটি গোষ্ঠী। যারা দেশে ব্যাংক লুট, সন্ত্রাস, চাঁদাবাজি, গুম খুন জনগণের জীবনকে দুর্বিষহ করে দিয়েছিল। চেতনার নামে আওয়ামী লীগ যা করেছে তা ৭১ এর স্বাধীনতা যুদ্ধের প্রকৃত চেতনা নয়। এজন্যই ২০২৪-এ ছাত্র-জনতা তাদেরকে ঝেটিয়ে বিদায় করেছে। বর্তমানে একটি দল আবার দেশে চেতনার ব্যবসা করতে যাচ্ছে। তাদের খেয়াল রাখতে বলব চাঁদাবাজ, দখলবাজের তালিকা করা আছে। সাবধান হোন, সেই তালিকায় নতুন করে আপনাদের নাম যেন যুক্ত না হয়। অবিলম্বে এ টি এম আজহারুল ইসলামের মুক্তি দাবি করেন তিনি।

জামায়াত গণমুখী ও কল্যাণকামী দল : সেলিম উদ্দিন
জামায়াত একটি গণমুখী, কল্যাণকামী ও আদর্শিক রাজনৈতিক দল; তাই জনগণ জামায়াতের হাতে রাষ্ট্র মতা তুলে দিলেই দেশ ও জাতি মুক্তি লাভ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
গতকাল রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে হাতিরঝিল থানা পশ্চিম জামায়াত আয়োজিত কর্মী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। থানা আমির ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে এবং সেক্রেটারি রাশেদুল ইসলাম রাশেদের পরিচালনায় শিক্ষা শিবিরে মহাগ্রন্থ আল কুরআন থেকে দারস পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ড. মাওলানা মো: আবদুস সামাদ। বিষয়ভিত্তিক আলোচনা করেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও হাতিরঝিল অঞ্চল পরিচালক মো: হেমায়েত হোসেন, মহানগরী উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার। বক্তৃতা করেন, থানা নায়েবে আমির মো: নূরুল ইসলাম আকন্দ।

বসুন্ধরায় কর্মী শিক্ষা বৈঠক : বসুন্ধরা সাংগঠনিক থানার উদ্যোগে এক শিক্ষা বৈঠক থানা আমির ইঞ্জিনিয়ার আবুল বাসারের পরিচালনায় গতকাল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মহানগরী আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। উপস্থিত ছিলেন থানা সেক্রেটারি মো: ইউসুফ ও অন্য নেতারা।
দারুসসালামে কর্মী সম্মেলন : রাজধানীর দারুসসালামে গোলারটেক ঈদগাহ মাঠের পূর্ব গেটে থানা জামায়াত আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ঈমান-আকিদা, বোধ-বিশ্বাস, আবেগ-অনুভূতি ও তাহজীব-তামুদ্দনের প্রতি শ্রদ্ধা রেখে সব ধরনের বিভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে।
থানা আমির হেকিম আবদুল মান্নানের সভাপতিত্বে ও সেক্রেটারি আবু হানিফের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম ও সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ডা: মঈন উদ্দিন, মনিরুল ইসলাম মৃধা, জি এম হাফিজুর রহমান ও আবদুল্লাহ মুয়াজ প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ডিএসইএক্সে সূচক বাড়ল ২৮.৪ পয়েন্ট ঢাকাকে ধসিয়ে দিলো রংপুর, জয়ের জন্য পেল সহজ লক্ষ্য আমরা সংস্কারের জন্যই এক কাতারে শামিল হতে চাই : আলাল দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন ১০০টি নয়, ৫টি অর্থনৈতিক জোন দাঁড় করাতে চায় বেজা বান্দরবানে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু, মারা গেল হাতিও জিয়া ট্রাস্ট মামলা : খালেদা জিয়ার আপিলের শুনানি আগামীকাল সন্তানদের নিয়ে আসমা যাবেন কোথায়? নেই মাথা গোঁজার ঠাঁই যুক্তরাষ্ট্র-কানাডাকে একীভূত করার প্রস্তাব ট্রাম্পের চীন থেকে ছড়াচ্ছে নতুন ভাইরাস, জনমনে আতঙ্ক! জুলাই বিপ্লবে আহতদের পুলিশের বিভিন্ন ইউনিটে কাজ দেয়া হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সকল