চকবাজারে চাঁদা না দেয়ায় নির্যাতনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
- নিজস্ব প্রতিবেদক
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
পুরান ঢাকার চকবাজারে চাঁদা না দেয়ায় ব্যবসায়ীকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। পরে সেনাবাহিনীসহ আইনশৃংখলা বাহিনীর অন্য সদস্যরা সেখানে পৌঁছে ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছেন। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা সাবেক কমিশনারের (বিএনপির) শহিদুল ইসলাম বাবুলের নির্দেশে তার বাহিনীর সদস্যরা ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। শুধু তাকেই নয়, লালবাগের ছোট-বড় প্রায় প্রতিটি ব্যবসায়ীর কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করছেন তিনি। ইতোমধ্যে প্রায় ২০ জন ব্যবসায়ীর কাছ থেকে টাকা নিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। যারা চাঁদা দিতে পারছেন না তাদেরকে বাবুলের কার্যালয়ে নিয়ে নির্যতন করা হচ্ছে। ভয়ে কেউ মুখ খুলতে পারছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, গত ২৯ ডিসেম্বর রাতে সাড়ে ৮ টার দিকে বাবুলের নির্দেশে মো: হালিমের নেতৃত্বে ৪০ জন দুর্বৃত্ত ওই ব্যবসায়ীকে তুলে নিয়ে যায়। তারা বাবুলের কার্যালয়ে নিয়ে তার স্ত্রীর সামনেই গালিগালাজ ও লাঞ্জিত করে। পরে তার আত্মীয়-স্বজন সেনাবাহিনী ও চকবাজার থানায় খবর দেয়। সেনাবাহিনীসহ বিভিন্ন সংস্থার সদস্যরা উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেন। কিন্তু ভয়ে ওই ব্যবসায়ী অভিযুক্তদের বিরুদ্ধে মামলাও করতে পারছেন না। এর আগে ওই প্লাস্টিক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন বাবুল। কিন্তু তিনি টাকা না দেয়ায় তাকে বাবুলের কার্যালয়ে তুলে নেয়া হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা