০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

-

৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশনের সাধারণ সভা গতকাল শুক্রবার বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার, সাভার, ঢাকা মো: আবুবকর সরকারকে সভাপতি এবং উপজেলা নির্বাহী অফিসার, গোপালপুর, টাঙ্গাইল, মো: তুহিন হোসেন কে সাধারণ সম্পাদক পদে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের (৩৫তম ব্যাচ) চতুর্থ কমিটি গঠন করা হয়েছে। সভা পরিচালনা করেন বিদায়ী কমিটির সভাপতি এ বি এম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, মির্জাপুর, টাঙ্গাইল।
এ ছাড়াও নবগঠিত কমিটির অন্যান্য পদগুলো হলো: সাংগঠনিক সম্পাদক- মোছা: আকলিমা বেগম, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য ঢাকা বিভাগে ন্যস্ত । কোষাধ্যক্ষ- মো: মোস্তাফিজুর রহমান, ইউএনও, বন্দর, নারায়ণগঞ্জ।
দফতর সম্পাদক- আরাফাত মোহাম্মদ নোমান, ইউএনও, নাগরপুর, টাঙ্গাইল। সভায় দ্রুততম সময়ের মধ্যে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটি করতে দায়িত্ব দেয়া হয়। নবগঠিত এ কমিটি ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের সদস্যদের কল্যাণার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন মর্মে আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement