বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকির ওষুধসামগ্রী ভর্তি ট্রাক আটক
- বেনাপোল ( যশোর) সংবাদদাতা
- ০৪ জানুয়ারি ২০২৫, ০০:০০
যশোরের শার্শার বেনাপোল বন্দরের ৩৫ নম্বর শেডে পণ্য খালাসের সময় ঘোষণাবহির্ভূত মেডিক্যাল ইকুইপমেন্ট, সানগ্লাস,সার্জিক্যাল পণ্য ও বিভিন্ন ধরনের উন্নতমানের ওষুধ ভর্তি একটি ট্রাক আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পণ্য চালানটি বন্দর থেকে বের হওয়ার সময় আহাদ পার্সেলের (যশোর ট-১১-৪৯২১ নম্বরের) কাভার্ডভ্যানটি আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস হাউজের চেকপোস্ট বাঁশকলে স্থলবন্দর থেকে লোড হয়ে আসা আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকটি জব্দ করে কাস্টমস কতৃপক্ষ। পণ্য চালানটি আটকের সত্যতা নিশ্চিত করেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার আবু সালেহ অবদুন নূর।
তিনি জানান, আগে থেকে খবর পায় বন্দরের ৩৫ নম্বর শেড থেকে কাস্টমস এবং বন্দরের সব কার্যক্রম শেষ করে ঘোষণাবহির্ভূত মেডিক্যাল ইকুইপমেন্ট, সানগ্লাস সার্জিক্যাল পণ্য ও বিভিন্ন ধরনের উন্নতমানের মেডিসিনসহ পণ্যবোঝায় চালানটি কাস্টমস হাউজের চেকপোস্টে আসছে। সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির পণ্য চালানটি বাঁশকল চেকপোস্টে আসামাত্র সন্দেহজনক আটক করা হয়। আটককৃত পণ্য চালানের পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরবর্তীতে সঠিক হিসাব-নিকাশ করে গণমাধ্যমকর্মীদের আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা