চট্টগ্রামে মাসব্যাপী ফুল উৎসব শুরু শনিবার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৩ জানুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম শহরে সাধারণ মানুষের বেড়ানোর জায়গার অভাব রয়েছে। ডিসি পার্ক ১৯৪ একর জায়গার মধ্যে প্রতিষ্ঠিত। এতবড় খোলা জায়গা সেখানে নেই। তাই, জেলা প্রশাসন সুস্থ বিনোদনের উদ্দেশে এবং প্রকৃতির সাথে আগামী প্রজন্মকে পরিচিত করাতে ফুল উৎসবের আয়োজন করেছে।
গতকাল বিকেলে চট্টগ্রামের ফৌজদারহাটের দক্ষিণ পাশের্^ ডিসি পার্কে তৃতীয়বারের মতো চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ আয়োজনের প্রস্তুতিকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে জেলা প্রশাসক ফরিদা খানম এসব কথা বলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মো: নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এল. এ) এ কে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: সাদি-উর রহিম জাদিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: শরীফ উদ্দিন উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, আগামী ৪ জানুয়ারি থেকে ডিসি পার্কে শুরু হবে মাসব্যাপী ফুল উৎসব। চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার সকাল ১১টায় অনুষ্ঠিতব্য চট্টগ্রাম ফুল উৎসব-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এবং বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো: মোখলেস উর রহমান ও চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দীনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
জেলা প্রশাসক বলেন, প্রতি বছরের ন্যায় এবারো ১৩৬ প্রজাতির দেশী-বিদেশী প্রায় লক্ষাধিক ফুল দিয়ে এ ফুল উৎসবকে সাজানো হয়েছে। সুস্থ পরিবেশে মানুষ যাতে বিনোদন উপভোগ করতে পারে সেজন্য আমরা ডিসি পার্ককে নির্বাচিত করেছি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা