০৪ জানুয়ারি ২০২৫, ২০ পৌষ ১৪৩১, ৩ রজব ১৪৪৬
`

মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানো হচ্ছে

-

আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার কারণে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল জানান, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশীদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশী ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়কপথে মালাউইতে নেয়া হবে। তারপর সেখান থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশীদের সাথে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করব। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেটা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মোজাম্বিকে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা দেশব্যাপী তীব্র প্রতিবাদ শুরু করেন। তারা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন দোকান-পাটে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে। সহিংসতায় এ পর্যন্ত ১৩০ জনের বেশি নিহত হয়েছে।
মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশীদের বেশ কিছু দোকানপাট লুটপাট ও ভাঙচুর হয়েছে। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রথয় নিয়েছেন। মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানকার বাংলাদেশীদের খোঁজখবর নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত মোজাম্বিকে বাংলাদেশী নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। মোজাম্বিকে প্রায় ১০ হাজার বাংলাদেশী রয়েছে, যাদের অধিকাংশই নানা ধরনের ব্যবসার সাথে জড়িত।


আরো সংবাদ



premium cement
স্বাধীনতার বর্ষপূর্তিতে ৬ হাজার বন্দীকে মুক্তি দেবে মিয়ানমার রমজান ঘিরে রাজধানীর ১০০ পয়েন্টে ন্যায্যমূল্যে ডিম-মুরগি বেচবে বিপিএ রায়গঞ্জ ও সলঙ্গায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ নিজ স্বার্থ বিসর্জন দিয়েই দেশকে রক্ষা করতে হবে : ড. মঈন খান ভারতে ১৮ বছরের কমবয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে লাগবে অভিভাবকের অনুমতি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন না তামিম, জানালেন আফ্রিদি ৭ জানুয়ারি রাতে লন্ডনের উদ্দেশে ফ্লাইট খালেদা জিয়ার রাষ্ট্রের প্রতিটি সেক্টরে যথাযথ সংস্কার করে নির্বাচন হওয়া উচিত : হামিদুর রহমান আযাদ বাউফলে কলেজশিক্ষকের বসতঘর থেকে স্বর্ণালঙ্কার লুট টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রী নিহত জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংকের কমিটি গঠন

সকল