০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশীদের দেশে ফেরানো হচ্ছে

-

আফ্রিকার পূর্বাঞ্চলের দেশ মোজাম্বিকে রাজনৈতিক সহিংসতার কারণে আটকে পড়া বাংলাদেশীদের ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গতকাল জানান, মোজাম্বিকে আটকে পড়া বাংলাদেশীদের আমরা ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছি। যেসব বাংলাদেশী ফিরতে আগ্রহী, তাদের মোজাম্বিক থেকে সড়কপথে মালাউইতে নেয়া হবে। তারপর সেখান থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে।
তিনি বলেন, মোজাম্বিকে প্রবাসী বাংলাদেশীদের সাথে আলোচনা হয়েছে। সেখান থেকে অনেকেই ফিরতে আগ্রহী। যারা অনিয়মিত রয়েছেন, তাদের জন্য আমরা ট্রাভেল পারমিট ইস্যু করব। ফিরতে আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। কতজন ফিরতে আগ্রহী সেটা জানার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
মোজাম্বিকে গত ৯ অক্টোবর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ আনে বিরোধী দলগুলো। দেশটির শীর্ষ আদালত ক্ষমতাসীন ফ্রেলিমো দলের ড্যানিয়েল চ্যাপোকে প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ঘোষণা করলে বিরোধীপ্রার্থী ভেনানসিও মন্ডলানের সমর্থকরা দেশব্যাপী তীব্র প্রতিবাদ শুরু করেন। তারা পুলিশ স্টেশন, পেট্রোল স্টেশন এবং ব্যাংকসহ বিভিন্ন দোকান-পাটে হামলা চালায় এবং সড়ক অবরোধ করে। সহিংসতায় এ পর্যন্ত ১৩০ জনের বেশি নিহত হয়েছে।
মোজাম্বিকের রাজনৈতিক সহিংসতার পরিপ্রেক্ষিতে বাংলাদেশীদের বেশ কিছু দোকানপাট লুটপাট ও ভাঙচুর হয়েছে। অনেকেই ঘর-বাড়ি ছেড়ে নিরাপদে আশ্রথয় নিয়েছেন। মোজাম্বিকে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ মিশন থেকে সেখানকার বাংলাদেশীদের খোঁজখবর নেয়া হচ্ছে। এখনো পর্যন্ত মোজাম্বিকে বাংলাদেশী নাগরিক হতাহতের খবর পাওয়া যায়নি। মোজাম্বিকে প্রায় ১০ হাজার বাংলাদেশী রয়েছে, যাদের অধিকাংশই নানা ধরনের ব্যবসার সাথে জড়িত।


আরো সংবাদ



premium cement
দেবীগঞ্জ সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ১ বছরে দুর্ঘটনায় নিহত ৫১, আহত শতাধিক ‘ঐক্য নষ্ট হলে আধিপত্যবাদী শক্তি লাভবান হবে’ ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০ কক্সবাজারে কিশোরীকে তুলে নিয়ে গণধর্ষণ মির্জা ফখরুলের সাথে অভিনেতা ইলিয়াস কাঞ্চনের বৈঠক ঐক্য বিনষ্ট করলে দেশ ও জনগণের ক্ষতি হবে : ইশরাক রাতে স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান বাগাতিপাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল-আরোহী নিহত ৬ ব্যাংকের নিরীক্ষায় বিদেশী প্রতিষ্ঠানকে নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক সিরাজগঞ্জে সাবেক মন্ত্রী লতিফ বিশ্বাস, তার স্ত্রী ও ছেলেসহ ২০০ জনের নামে মামলা

সকল