৫ আগস্ট বিপ্লেবের সূচনা হয়েছে, শেষ হয়নি : ধর্ম উপদেষ্টা
- পটুয়াখালী প্রতিনিধি
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১২
ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ৫ আগস্ট বিপ্লেবের সূচনা হয়েছে, শেষ হয়নি। হাজারো যুবকের রক্তের বিনিময় আমাদের বিজয় অর্জিত হয়েছে। সবাইকে সচেতন এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত স্বৈরাচারের একরে পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তার বিদেশী শক্তির সহায়তায় এ অর্জন ব্যর্থ করার চক্রান্ত করে যাচ্ছে। ৫৪ বছরেও কেন আমরা মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারলাম না। রাজনীতি ব্যবহার করে দুর্বৃত্তায়ন হয়েছে রাজনীতিবিদরা বিদেশে গাড়িবাড়ি বানিয়েছেন। তিনি বলেন একটি সমাজ গঠনে ইমাম, মুয়াজ্জিন, খতিবগণ যথাযথ ভূমিকা পালন করেন, তারা ভালো না থাকলে সমাজ ভালো থাকবে না। তাই তাদের বেতন কাঠামো তৈরি করা হচ্ছে দুইটি উৎসব বোনাস প্রদানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে। এ ছাড়া মসজিদের জন্যও নীতিমালা করা হচ্ছে।
সোমবার দুপুরে পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক মসজিদের খতিব ও ইমাম-মুয়াজ্জিনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন।
জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর সদস্য মাওলানা সৈয়দ মোহাম্মদ মোসাদেক বিল্লাহ আল মাদানী, ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গর্ভনর সদস্য মাওলানা শাহ মো: নেছারুল হক, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন, পুলিশ সুপার মো: আনোয়ার জাহিদ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মুহা: জাকির হোসেন প্রমুখ।
ধর্ম উপদেষ্টা আরো বলেন, বিভিন্ন দেশে বাংলাদেশকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে অথচ তাদের দেশেই সংখ্যালঘুদের কচুকাটা করা হচ্ছে। তাদের উপাসনালয়ের নিচ থেকে শিবলিঙ্গ আবিষ্কার করা হচ্ছে। তিনি বলেন, সংস্কার শেষ হলে আমরা একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা