পটিয়ায় সন্ত্রাসী হামলায় আহত সামশুল মারা গেছেন
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:১১
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর মুখে ঢলে পড়লেন পটিয়ায় সন্ত্রাসী হামলার শিকার সামশুল আলম (৪০)। গতকাল সকালে চমেক হাসপাতালে ৯ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ২১ ডিসেম্বর পটিয়ার পূর্ব হাইদগাঁও গ্রামের ভাঙ্গাপুল এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছিলেন তিনি। এর পর থেকেই সঙ্কটাপন্ন অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
ওই ঘটনায় নিহতের স্ত্রী সুমি আক্তার বাদি হয়ে পটিয়া থানায় ওই দিনই একটি মামলা করেছিলেন। পুলিশ ঘটনার পরে মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছেন বলে গতকাল রাতে নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক আবু জায়েদ মো: নাজমুন নুর।
জানা যায় গত ২১ ডিসেম্বর বিকেল ৪টায় ঘর থেকে বের হয়ে পটিয়া পৌরসভা এলাকায় বাজারে যাচ্ছিলেন সামশুল। পথে হাইদগাঁও ভাঙাপুল এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা স্থানীয় কিছু সন্ত্রাসী তার ওপর লোহার বড়, হাতল ও কিরিচ দিয়ে হামলা চালায়। এতে তার মাথা থেঁতলে যায়। পরে এলাকাবাসী মুমূর্ষু অবস্থায় তাকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা