কাহালুর পত্রিকা বিক্রেতা আবদুর রশিদের ইন্তেকাল
- কাহালু (বগুড়া) সংবাদদাতা
- ৩১ ডিসেম্বর ২০২৪, ০২:০৩
কাহালু উপজেলার প্রবীণ পত্রিকা বিক্রেতা ও পত্রিকার এজেন্ট আলহাজ আবদুর রশিদ (৭০) গত রোববার রাতে ঢাকার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘ দিন ধরে দুরারোগ্য রোগে ভুগছিলেন। গত সপ্তাহ দু’য়েক আগে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়।
তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ আত্মীয়স্বজন রেখে গেছেন। আলহাজ আবদুর রশিদ বগুড়ার কাহালু পৌর সভার ১ নম্বর ওয়ার্ডের সারাই এলাকার মরহুম বছির উদ্দিনের ছেলে। সোমবার বাদ জোহর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা