গয়েশ্বর রায়ের স্ত্রী ঝর্ণা রায় মারা গেছেন
- নিজস্ব প্রতিবেদক
- ৩০ ডিসেম্বর ২০২৪, ০২:১৬
বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সহধর্মিণী ঝর্ণা রায় মারা গেছেন।
গতকাল বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার মৃত্যু হয়। গয়েশ্বর রায়ের পূত্রবধূ নিপুণ রায় চৌধুরী জানান, মা বিকেল ৩টা ৫৮ মিনিটে আমাদের ছেড়ে চলে গেছেন। দীর্ঘ দিন যাবৎ ঝর্ণা রায় নিউরো, হৃদরোগ, কিডনিসহ নানা জটিলতায় ভুগছিলেন। গত সাপ্তাহে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরদের পরামর্শে বিএসএমএমইউয়ে ভর্তি করে আইসিইউতে লাইভ সাপোর্টে রাখা হয়।
তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।
ঝর্ণা রায়ের মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পৃথকভাবে শোক প্রকাশ করে তার শান্তি কামনা করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা