০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩০, ১৮ জমাদিউস সানি ১৪৪৫
`

মহাখালীর আবাসিক ভবনে আগুন

-

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তির পাশের একটি ভবনে আগুন লেগেছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে ওই ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টা করে আগুন নির্বাপণ করে। এই ঘটনা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, বিকেল ৪টার দিকে তাদেরকে খবর দেয়া হয়। এরপরই প্রাথমিকভাবে দু’টি ইউনিট সেখানে ছুটে যায়। বাকি একটি ইউনিটও রওনা করে। তবে প্রথম পাঠানো দুই ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকেল ৪টা ৪৯ মিনিটের সময় আগুন নেভানো হয়।
তিনি আরো বলেন, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্র্কে এখনো বিস্তারিত জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আরো সংবাদ



premium cement