সাংবাদিকদের নামের সাথে দুস্থ বলে কোনো শব্দ থাকবে না : পিআইবির পরিচালক
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৪
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) পরিচালক পারভীন সুলতানা রাব্বী বলেছেন, সাংবাদিকদের নামের সাথে দুস্থ বলে কোনো শব্দ আর থাকবে না।
গণমাধ্যম যেদিন শক্তিশালী হবে- সেদিন আমাদের দেশও শক্তিশালী হবে। গণমাধ্যমের দুর্বলতার কারণেই দেশ দুর্বল হয়ে পরে। গণমাধ্যমকর্মীরা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করেন- তাহলে সমাজের কিংবা দেশের এত ব্যত্যয় হয় না। যেসব গণমাধ্যমকর্মীরা অসুস্থ, পরিবারের সদস্য অসুস্থতা, কিংবা চাকরি নেই অথবা বেতনভাতা পাচ্ছেন না, এমনকি সাংবাদিকদের সন্তানদের পড়াশোনা খরচ বহনে কষ্ট হচ্ছে, তাদের সহায়তা করবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট।
এটা কারো পারসোনাল অনুদান না, কারো পকেটের টাকা না। সরকারের অনুদান। আপনারা আবেদনের মাধ্যমে এটা চাইতে হবে। এ কাজে পিআইবি যাবতীয় সহায়তা করবে।
গতকাল শুক্রবার দুপুরে মানিকগঞ্জে ক্রীড়া সংস্থা মিলনায়তনে সাংবাদিকদের তিন দিনব্যাপী সংবাদ প্রতিবেদন ও বয়ানবিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে এ কথাগুলো বলেন। এর আগে গত ২৫ ডিসেম্বর অনুসন্ধানী প্রতিবেদন তৈরিতে আগ্রহ সৃষ্টি, কর্মরত সাংবাদিকদের দক্ষতা আরো বৃদ্ধি ও মানসম্পন্ন প্রতিবেদনের সংখ্যা বৃদ্ধি করার লক্ষ্যে তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা।
মানিকগঞ্জ প্রেস ক্লাবের সদস্য- প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৩৫ জন সাংবাদিক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সাংবাদিকদের প্রয়োজনীয় বিষয়াবলী অবহিতকরণ, অনুসন্ধানী সাংবাদিকতার চ্যালেঞ্জ ও উত্তরণের উপায়, ফ্যাক্ট চেক, মোবাইল সাংবাদিকতার ধরন, কৌশল, ক্যামেরা সেটিং, অডিও-ভিডিও আবহের মিশ্রণ, সংবাদ বয়ান ও গণমাধ্যমের রাজনীতিসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গণমাধ্যম যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. জামিল খান, চ্যানেল ২৪ এর অপরাধ ও অনুসন্ধান বিভাগের প্রধান ফয়সাল আলম, ফ্যাক্ট চেক বিশেষজ্ঞ ইয়ামিন সাজিদ প্রশিক্ষণ প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা