২৯ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১, ২৬ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বিএনপি নেতাদের বিরুদ্ধে খাস জমির মাটি বিক্রির অভিযোগ

-

সরকারি খাস জমি থেকে অবৈধভাবে মাটি বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে কিছু দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা মো: আ: মোতালিব খান (পটু) সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন। বেতকা ইউনিয়নের ফেবস কোল্ড স্টোরেজ ও ব্রড বারলাপ ইন্ডাস্ট্রিজের উত্তর পার্শ্বের নদীর পাড়ের খাস ভূমি থেকে দুর্বৃত্তরা এ মাটি কেটে নিয়ে যায়।
কিছু অসাধু ব্যক্তি প্রশাসনের অনুমতি ছাড়া লাখ লাখ টাকার মাটি বিক্রয় করেছেন এবং মাটি ক্রেতারা এই ভূমি হতে মাটি কেটে নিয়ে যায়। অবৈধভাবে খাস জমির মাটি বিক্রেতাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন অভিযোগকারী। সাবেক বিএনপি নেতা আলিম বলেন, ম্যানেজার আশ্রাফ, সাবেক স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন সভাপতি রিপন ভূঁইয়া, যুবদল নেতা মো: শরীফ, ৬ নং ওয়ার্ড সহসভাপতি মো: রনু এই মাটি কাটার সাথে জড়িত বলে জানা গেছে। এ বিষয়ে ফেবস কোল্ড স্টোরেজ ও ব্রড বারলাপ ইন্ডাস্ট্রিজ কোম্পানির ম্যানেজার জানান, সিকস্তি হিসেবে আমার কোম্পানির সামনের জায়গা, তাই আমি চার হাজার টাকা নিয়ে কৃষিকাজ করতে দিয়েছি। টাকাটা তিনি কোন খাতে জমা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোনো সদুত্তোর দিতে পারেননি। রিপন ভূঁইয়া, শরিফ এবং রনুর ব্যক্তিগত সেলফোনে ফোন দিয়ে তাদেরকে পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement