২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের সাথে ইসলামিক মিশন জাপানের প্রতিনিধির সাক্ষাৎ

-


জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ দাউদ আলীর সাথে ইসলামিক মিশন জাপানের প্রতিনিধিরা সাক্ষাৎ করেছেন।
ইসলামিক মিশন জাপানের সভাপতি হাফেজ সাবের আহমদের নেতৃত্বে মিশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা গত সোমবার টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত হয়।
এ সময় জাপানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও তাদের পক্ষে জরুরি সেবা বাস্তবায়নে দাবি সংবলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
১. জনগণের প্রাপ্য সেবাসমূহ নিষ্ঠার সাথে প্রদান করা, ২. টেলিফোন রিসিভ করা, ৩. প্রবাসী বাংলাদেশীদের সাথে সুন্দর ব্যবহার নিশ্চিত করা, ৪. দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি সমান নজর রাখা, ৫. আহত বা নিহতদের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা, ৬. নিহতদের লাশ দেশে পাঠানোর ক্ষেত্রে দ্রুত সহায়তা প্রদান করা, ৭. জনগণের প্রতি সেবা দানকে দয়া মনে না করা, ৮. রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে প্রবাসীদের আরো বেশি উৎসাহিত করা, ৯. জাতীয় ও বিশেষ দিবস পালনে সব নাগরিকের জন্য দূতাবাসকে উন্মুক্ত রাখা। বিশেষ ব্যক্তি বা দলের লোকদের প্রতি আনুকূল্য প্রদর্শন না করা।

এ সময় ব্লাড কথ্যান্সারে আক্রান্ত বিশ্ববিদ্যালয় ছাত্র নুর আহমদ রাতুলের চিকিৎসা ও টোকিওর একটি পার্কিং লটে মারা যাওয়া নাসির উদ্দিনের লাশ দেশে পাঠানোসহ প্রবাসীদের চিকিৎসা ও লাশ দেশে পাঠাতে স্থায়ী সমাধানের বিষয়ে জোরালো দাবি জানানো হয়।
মান্যবর রাষ্ট্রদূত প্রবাসীদের দাবিগুলো মনোযোগ সহকারে শুনেন এবং তা বাস্তবায়নে তার আন্তরিকতা ও কার্যকরী কিছু পদক্ষেপ গ্রহণের কথা জানান। টোকিওর বাংলাদেশ অ্যাম্বাসিকে প্রবাসীবান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি লিডার হাফেজ আলাউদ্দীন, মিশনের টোকিও সিটি সভাপতি নিয়ামত উল্লাহ, ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মেহেদী হাসান মাহফুজ, আরিফুল ইসলাম ও সম্পাদক আতিকুর রহমান।
দূতাবাসের পক্ষে আরো উপস্থিত ছিলেন উপপ্রধান শাহ আসিফ রহমান ও পলিটিক্যাল কাউন্সিলর মোহাম্মদ আরিফ।


আরো সংবাদ



premium cement