২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোবাইল কিনে না দেয়ায় দাদুকে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিলো নাতি

-

দিনাজপুরের খানসামা উপজেলার ২ নং ভেড়ভেড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মাঝাপাড়া নামক এলাকায় নিহারঞ্জন (৮০) নামে এক ব্যক্তিকে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার গুঞ্জন উঠেছে নাতি রূপম রায়ের বিরুদ্ধে।
জানা যায়, গত ২৩ ডিসেম্বর (সোমবার) দাদুর কাছে মোবাইল কিনতে টাকা চায় রূপম। কিন্তু দাদু টাকা না দিতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। এ সময় নাতি তন্ময় রায় রূপম মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে দাদুর গায়ে ঢেলে আগুন ধরিয়ে দেয় তাকে হত্যার উদ্দেশে। এ সময় নিহারঞ্জন চিৎকার করায় পরিবারে লোকজন টের পেয়ে (৮০) নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেও অবস্থা বেগতিক দেখে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেলে তিনি মারা যান।
খবর পেয়ে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের বাড়িতে অন্য সদস্যরা উপস্থিত থাকলেও অভিযুক্ত তন্ময় রায় রূপমকে খুঁজে পাওয়া যায়নি।


আরো সংবাদ



premium cement