২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ

শান্তি সমাবেশে নেতৃত্ব দেয়া ড. আবু সুফিয়ান প্রাণিসম্পদের নতুন ডিজি

-


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঠেকাতে ফ্যাসিস্ট সরকারের পক্ষ নিয়ে শান্তি সমাবেশের নেতৃত্বদানকারীদের অন্যতম ড. মো: আবু সুফিয়ানকে প্রাণিসম্পদ অধিদফতরের নতুন ভারপ্রাপ্ত মহাপরিচালক নিয়োগ দেয়া হয়েছে। গত মঙ্গলবার সরকারি এক আদেশে তাকে এই হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করা হয়। এই নিয়ে ক্ষোভ বিরাজ করছে অধিদফতরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে।
ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলন ঠেকাতে সরকারি কর্মকর্তারা গত ৪ আগস্ট শান্তি সমাবেশের ব্যানারে মাঠে নামেন। সেখানে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যানারে রাস্তায় নামেন ড. আবু সুফিয়ানসহ তার দলের সদস্যরা। ব্যানারের সামনেই ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

আদেশ জারি হওয়ার পর প্রাণিসম্পদ অধিদফতরে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনার। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা বলেন, যেখানে বৈষম্য ও ফ্যাসিস্ট মুক্ত সমাজ বির্নিমাণে ছাত্র-জনতা রক্ত ঝরিয়েছে সেখানে ফ্যাস্টিস সমর্থক একজন উচ্চপদে নিয়োগ দেয়ায় তারা হতাশ। জানা যায় ড. আবু সুফিয়ান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে ডিএলএসের আকর্ষণীয় উপ-পরিচালক পশুস্বাস্থ্য পদ বাগিয়ে নেন। এরপর মন্ত্রী শ ম রেজাউল করিমের ঘনিষ্ঠ হওয়ায় পরিচালক বাজেটেরও দায়িত্ব পালন করেন তিনি। তার নির্দেশনা তত্ত্বাবধানে প্রাণিসম্পদ অধিদফতরে মুজিব কর্নার প্রতিষ্ঠিত হয়। ১৯৯৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ১৯তম বিসিএস কর্মকর্তা হিসেবে চাকরি শুরু করেন। পরে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।

অধিদফতরের কয়েকজন বলেন, প্রতিষ্ঠানের যারা ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করে ওইদিন শান্তি সমাবেশে যেতে চাননি তাদের ভয় দেখিয়ে জোর করেছিলেন এই আবু সুফিয়ান। অথচ আজ সেই ব্যক্তিই হয়েছেন ভারপ্রাপ্ত মহাপরিচালক।
এ ব্যাপারে জানতে ড. আবু সুফিয়ানের সাথে মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

 


আরো সংবাদ



premium cement