২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছে সুজন

-

কুমিল্লার চৌদ্দগ্রামে একজন বীর মুক্তিযোদ্ধাকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করায় তীব্র নিন্দা ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক-সুজন। সুজন সভাপতি এম. হাফিজউদ্দিন খান এবং সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
সুজনের দুই নেতা বিবৃতিতে বলেন, গত ২২ ডিসেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউনিয়নের কুলিয়ারা প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করে এলাকা ছাড়া করার হুমকি দেয়। মুক্তিযুদ্ধের বিজয়ের এ মাসে একজন বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার ঘটনায় আমরা নাগরিক সংগঠন সুজন-এর পক্ষ থেকে গভীর উদ্বেগের সাথে তীব্র নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি। একইসাথে ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
বিবৃতিতে সুজন নেতৃদ¦য় বলছেন, এ ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পক্ষ থেকে তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দেয়া হয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে। অপরদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রথমে সংশ্লিষ্টতা অস্বীকার করা হলেও পরবর্তীতে আবুল হাশেম ও অহিদুর রহমান নামের দুই সমর্থককে বহিষ্কার করা হয়েছে। সুজন মনে করে, এ ধরনের একটি ধৃষ্টতাপূর্ণ ঘটনায় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতি ও নির্দেশনা দেয়া এবং দল থেকে বহিষ্কার করাই যথেষ্ট নয়।


আরো সংবাদ



premium cement
আনিসুল, সালমান ও জিয়াকে ‘রক্ষার চেষ্টাকারী’র বিরুদ্ধে আইনি ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ের আগুন নেভাতে আসা ফায়ার সার্ভিস কর্মীকে ট্রাকের চাপা মোহাম্মদপুরে বাসমালিককে হত্যা মাঝরাতে সচিবালয়ে আগুন, নিয়ন্ত্রণে ১৮ ইউনিট রাজধানীর ফুটপাথ পরিদর্শনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী নিখোঁজের ৪ দিন পর কেন্দ্রীয় সহসমন্বয়ক খালেদ ফিরেছেন মোহাম্মদপুরে বাস মালিককে হত্যা উত্তরায় এপিবিএনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তি নিহত দ্রব্যমুল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতায় জনগণ বিক্ষুব্ধ চাঁদপুরে জাহাজে ৭ খুনের মোটিভ শিগগিরই জানতে পারবো : স্বরাষ্ট্র উপদেষ্টা উন্নয়ন কর্মসূচিতে বড় কাটছাঁট

সকল